মেসির জার্সিতে ভারতীয় ক্রিকেট দলের লোগোর ছবিটি এডিট করা
এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে মেসির একটি ছবিকে এডিট করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি স্ক্রিনশট সদৃশ ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফুটবল তারকা লিওনেল মেসি ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ জানুয়ারি 'Mahadi Hasan' নামের একটি ফেসবুক আইডি থেকে থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "প্রথমে ভাবছিলাম ইন্ডিয়ার টেস্ট টিমে জায়গা পেয়েছে"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি এডিট করা।
রিভার্স ইমেজ সার্চ করার পর, ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসে-এ "Lionel Messi steps in as global brand ambassador of BYJU'S 'education for all" শিরোনামে গত ১১ জানুয়ারির প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে শিক্ষা ক্যাম্পাইনের সাথে যুক্ত হয়ে করজোড়ে সম্বোধন জানিয়ে ছবি শেয়ার করেছেন মেসি। ছবিটিতে মেসির টিশার্টে BYJUS -এর লোগো খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ছবিটি মেসির অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টেও ছবিটি পোস্ট করতে দেখা যায়। মেসির ইনস্টাগ্রাম ছাড়াও আমরা বাইজুসের ইনস্টাগ্রাম থেকে মেসির এই ছবিটি পোস্ট করা হয়েছিল সাক্ষাৎকার সহ। তবে কোনো ছবিতেই ভারতীয় ক্রিকেট দলের লোগোটি নেই। দেখুন--
অর্থাৎ ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিকেই এডিট করে ভারতীয় ক্রিকেট দলের লোগো জুড়ে দেয়া হয়েছে।
সুতরাং, বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে মেসির পোস্ট করা একটি ছবিকে এডিট করে ভারতীয় ক্রিকেট দলের লোগো বসিয়ে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।