ধোনির এই ছবিটি কাঠ দিয়ে তৈরি নয় বরং এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাস্তবিক নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তার এই মূর্তিটি একমাস যাবৎ কাঠ দিয়ে বানানো হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩০ মে 'Amarta Turjyo' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "কাঠ দিয়ে মহেন্দ্র সিং ধোনির মূর্তি বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তবিক নয়। মূলত, ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মূর্তিটি কাঠ দিয়ে তৈরি নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটির বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক বলে মনে হয় ও এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। পর্যবেক্ষণে দেখা যায়, ধোনির মূর্তিটির পাশে দাড়িয়ে থাকা শিল্পীর বাম পায়ে ছয়টি আঙ্গুল রয়েছে এবং ডান পায়ে অদ্ভুত রকমভাবে স্যান্ডেলের সোল নেই কিন্তু ফিতা জড়ানো রয়েছে। অন্যপাশে টেবিলে কর্মরত ব্যক্তির পা অদ্ভুত রকম বাঁকানো ও অস্পষ্ট। যা থেকে ধারনা করা যায়, ছবিটি এআই জেনারেটেড। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে ছবিটি এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়াও এআই ছবি শনাক্তের আরেক টুল 'ইজ ইট এআই' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি এক মাস ধরে কাঠের তৈরি নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাস্তবিক ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।