হিরো আলমের সাথে রুমিন ফারহানার ছবিটি এডিট করে বসানো
বুম বাংলাদেশ দেখেছে, হিরো আলম অভিনীত একটি শর্ট ফিল্মের দৃশ্যকে এডিট করে রুমিন ফারহানার ছবি বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে হিরো আলম এবং মাঠের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নেত্রী রুমিন ফারহানার একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, রুমিন ফারহানাকে অভিনয় জগতে নিয়ে এসেছেন হিরো আলম। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৮ ফেব্রুয়ারি 'Tidings unlimited' নামে একটি ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে বলা হয়, "#ব্রেকিংনিউজ বেকারত্ব দূর করতে অভিনয় জগতে নিয়ে আসল রুমিনকে তার আসল হিরো হিরো আলম #হিরোআলম ##রুমিন"। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, ছবিটি হিরো আলম এবং সম্প্রতি পদত্যাগ করা সংসদ সদস্য রুমিন ফারহানার।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ইউটিউবার এবং সামাজিক মাধ্যমে ভিডিও নির্মাতা হিরো আলম অভিনীত একটি শর্ট ফিল্মের দৃশ্যকে এডিট করে রুমিন ফারহানার মুখের ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Hero Alom OFFICIAL' নামে একটি ইউটিউব চ্যানেলে 'Hero Alom Eid Special Bangla Short Film | 10,000 Taka | Hero Alom OFFICIAL | 2018' শিরোনামে একটি ভিডিওতে ছবিটির মতো একইরকম ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
উক্ত ইউটিউব ভিডিওটির একটি দৃশ্যের স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটি ও উক্ত ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশটের মধ্যে তুলনামূলক সাদৃশ্য দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, হিরো আলমের শর্ট ফিল্মের এই দৃশ্যের নায়িকার স্থলে রুমিন ফারহানার মুখের ছবি বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। দেখুন--
এদিকে, আলোচ্য ফেসবুক পোস্টের ছবিটির বিষয়ে জানতে হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বুম বাংলাদেশকে জানান, ছবিটি এডিট করা। ২০১৮ সালে ঈদ উপলক্ষ্যে নির্মিত তার একটি শর্টফিল্ম থেকে ছবিটি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সুতরাং হিরো আলম অভিনীত একটি শর্টফিল্মের দৃশ্য থেকে নায়িকার স্থলে রুমিন ফারহানার মুখের ছবি বসিয়ে বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে তা প্রচার করা হচ্ছে।