১৩৮ বছর বয়সী প্রবীণের জন্মদিন পালনের এই ছবিটি এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, ১৩৮ বছর বয়সী প্রবীণের ছবি বলে প্রচারিত ছবিটি বাস্তব কোনো প্রবীণের নয় বরং এটি এআই জেনারেটেড ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে একজন প্রবীণ জন্মদিন পালন করছেন এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই প্রবীণের বয়স ১৩৮ বছর। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ ফেব্রুয়ারি 'Xousuf Ahmed' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, “শুভ জন্মদিন দাদু 1887--- 2025=138 বছর বয়েসী ভাবা যায়🧁 আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবি করুক।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটি বাস্তব কোনো প্রবীণের জন্মদিন পালনের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিগুলো বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, গিনেস বুকের রেকর্ড অনুযায়ী- বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির নাম জোয়াও মোরহিনহো নেটোর। তাঁর বয়স বর্তমানে ১১২ বছর এবং তিনি ব্রাজিলের নাগরিক।
আলোচ্য ছবিটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি বাস্তব ছবির বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক এবং এরমধ্যে এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি একজন প্রবীণের জন্মদিন পালনের নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ১৩৮ বছরের প্রবীণের জন্মদিন পালনের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।