ডেইলি স্টার সম্পাদকের মন্তব্যযুক্ত এই ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামের বরাতে বলা হচ্ছে, ডেইলি স্টারের মূল ফটকের ডেইলি এর উপর দিল্লি লেখা পোস্টার সাটিয়ে দিয়েছে একদল লোক। তারপর সেদিকে ফিরে সেজদা দিয়েছেন তারা। কাজেই মুখে যে যাই বলুক সবাই দিল্লিকেই কেবলা মানে।। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ নভেম্বর 'বাংলাদেশ মুভমেন্ট' নামের একটি ফেসবুক গ্রুপে ‘গনশক্তি পার্টি’ একাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করা। যেখানে লেখা হয়, "আমাদের মূল ফটকের ডেইলি এর উপর দিল্লী লেখা পোস্টার সাটিয়ে দিয়েছেন একদল লোক। তারপর সেদিকে ফিরে সেজদা দিয়েছেন তারা। কাজেই মুখে যে যাই বলুক সবাই দিল্লীকেই কেবলা মানে।- মাহফুজ আনাম।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ডেইলি স্টারের লোগোযুক্ত করে প্রচার করা আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। এছাড়াও, পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামের এ ধরণের কোনো উক্তি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে ডেইলি স্টার।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বক্তব্য দিয়ে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড দ্য ডেইলি স্টারের অনলাইন এবং ফেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন মন্তব্য সংশ্লিষ্ট কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ২৩ নভেম্বর ডেইলি স্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
অর্থাৎ ডেইলি স্টারের লোগোযুক্ত ফটোকার্ডে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামের নামে প্রচার হওয়া মন্তব্যটি সঠিক নয় এবং ফটোকার্ডটি ভুয়া।
সুতরাং ডেইলি স্টারের লোগো যুক্ত করে ফটোকার্ড বানিয়ে সম্পাদক মাহফুজ আনামের নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।