পতিতা পল্লী থেকে গ্রেফতার হওয়া ছবিটি জামায়াত নেতার নয়
বুম বাংলাদেশ দেখেছে, জামালপুরে পতিতা পল্লী থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের ছবিটি জামায়াত নেতার বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, পতিতা পল্লী থেকে গ্রেফতার হলেন জামায়াত নেতা। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১ ফেব্রুয়ারি 'PriNce07' নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "পতিতা পল্লি থেকে গ্রেফতার হলেন জামাত নেতা।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। জামালপুরে পতিতা পল্লী থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের দুই নেতার ছবি নিয়ে ফটোকার্ড তৈরি করে তাদেরকে জামায়াত নেতা বলে প্রচার করা হচ্ছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অনলাইন ভার্সনে গত ৩১ জানুয়ারি "পতিতা পল্লী থেকে ২ আ. লীগ নেতা গ্রেপ্তার" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনায় করা মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে জামালপুরের পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।" স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবিটির একটি স্ক্রিনশট (বামে) এবং কালের কণ্ঠের উক্ত প্রতিবেদনে দেখানো ব্যক্তিদের ছবিটির একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা কালবেলার অনলাইন ভার্সনেও গত ১ ফেব্রুয়ারি "পতিতা পল্লী থেকে ২ আ. লীগ নেতা গ্রেপ্তার" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে বলা হয়, "জামালপুরে নিষিদ্ধ পল্লি থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সম্প্রতি জামালপুরে পতিতা পল্লী থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। উক্ত দুই নেতার ছবিকে জামায়াত নেতার ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং পতিতা পল্লী থেকে আটক আওয়ামী লীগ নেতাদের ছবি দিয়ে তাদেরকে জামায়াত নেতা দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।