নির্বাচন সম্পর্কিত জামায়াত সেক্রেটারির মন্তব্যযুক্ত এই ফটোকার্ডটি নকল
আলোচ্য ফটোকার্ডটি বাংলা ভিশনের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে সম্প্রচারমাধ্যমটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম বাংলা ভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরোয়ারের বরাতে বলা হচ্ছে, “মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করব”। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২০ মার্চ 'Md. Mohin Uddin' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "গোলাম পরোয়ার ফুটিকা খাওয়ার পরে সত্য কথা মুখ থেকে বের হয়ে গেল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলা ভিশন থেকে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করা হয়েছে।
ভাইরাল ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলা ভিশনের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন বাংলা ভিশন টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের নির্বাচন না দেওয়া-সম্পর্কিত কোনো তথ্য ভিন্ন কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০ মার্চ “নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামায়াত: গোলাম পরওয়ার” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। যার সঙ্গে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ছাড়া অন্য অংশের সাথে হুবহু মিল পাওয়া যায়। পোস্টটি দেখুন--
নিচে ভাইরাল ফটোকার্ড (বামে) এবং বাংলা ভিশনের অরিজিনাল ফটোকার্ড (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--

এ বিষয়ে আরো নিশ্চিত হতে বাংলা ভিশনের সঙ্গে যোগাযোগ করা হলে সম্প্রচারমাধ্যমটির বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিক বুম বাংলাদেশকে আলোচ্য ফটোকার্ডটি নকল বলে জানান।
অর্থাৎ বাংলা ভিশন টেলিভিশনের এর লোগো ব্যবহার করে জামায়াত সেক্রেটারির বরাতে ভিত্তিহীন মন্তব্যসহ নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। বাংলা ভিশন টেলিভিশন এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং বাংলা ভিশন টেলিভিশনের লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।