হাসনাত আব্দুল্লাহর মন্তব্যযুক্ত প্রথম আলোর এই ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে প্রথম আলো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য যুক্ত করে বলা হয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন এবার সময় এসেছে সন্ত্রাসী ছাত্রদলের কবর রচনা করার, যেখানেই ছাত্রদল সেখানেই প্রতিরোধ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
প্রায় ৭ ঘন্টা আগে 'মনি রহমান' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "যেহেতু হাসনাত বলছে তাহলে মনে হয় ভালোর জন্যই বলছে। ছাত্রদল কে এইবার কে বাচাঁবে??? কিন্তু প্রশ্ন হচ্ছে সব বিষয়ে এই বেডারে কথা বলতে হয় কেন? সে প্রতিদিন কয় জগ রক্ত খাই জানার খুব ইচ্ছা।"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য অন্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ জানুয়ারি করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি ভুয়া। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর লোগো ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বরাতে ভিত্তিহীন মন্তব্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহর বরাতে ভিত্তিহীন মন্তব্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।