পুলিশের কর্মবিরতিতে আইজিপির সম্মতি প্রদানের তথ্যটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, যমুনা টিভির লোগো যুক্ত করে প্রচারিত তথ্য সহ ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হয়, সকল পুলিশ সদস্যদের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৮ আগস্ট 'Md Abdul Baky' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "অগণিত পুলিশ হত্যা ৪৫০+ পুলিশের বিভিন্ন স্থাপনা গাড়ি অফিসের কম্পিউটার ওয়াকিটকি পোষাক সহ যাবতীয় কিছু পুড়ে শেষ। কোন সাংবাদিক বা টিভি এখনো প্রচার করলো না। পুলিশ হেডকোয়ার্টার সঠিক তথ্য সংগ্রহ করতে পারলো না🥲 অথচ সবচেয়ে বেশি শিক্ষিত বাহিনী আমাদের পুলিশ বাহিনী 🙏👎। ১১ দফায় সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ আইজিপি স্যার।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টেলিভিশন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন যমুনা টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে যমুনা টেলিভিশনের এর ফেসবুক পেজে ৮ আগস্ট একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, যমুুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রচার করেনি। গুজবে বিভ্রান্ত হবেন না। যমুনাা টেলিভিশনের ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ যমুনা টেলিভিশনের এর লোগো ব্যবহার করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সকল পুলিশ সদস্যদের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টেলিভিশন এমন খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে থানায় হামলা এবং বিপুল সংখ্যক পুলিশের হতাহতের ঘটনা ঘটে। এসময় অনেক থানায় ভাঙচুর ও লুটপাট করা হয়। বাহিনীর অনেক সদস্য হতাহত হন। এ ঘটনায় তারা ১১ দফা দাবি পূরণ করতে কর্মবিরতি পালন করেন। এরই মধ্যে বুধবার নতুন আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দেন মো. ময়নুল ইসলাম।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সব পুলিশ সদস্যের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন দাবিতে ভিত্তিহীন তথ্য সহ ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।