এডিটেড ছবি দিয়ে তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, তুলসী গ্যাবার্ড ও নরেন্দ্র মোদির বৈঠকের ছবিকে এডিট করে মোদির স্থলে শেখ হাসিনার ছবি বসানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ভারতে বসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ মার্চ "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা" নামের একটি ফেসবুক গ্রুপে “প্রতিবাধী যোদ্ধা” নামের আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "৫ ই আগষ্টের পর প্রিয় নেত্রীর ছবি। "মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান "তুলসী গ্যাবার্ড" আমাদের মমতাময়ী অভিভাবক বাংলাদেশের বৈধ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী" (বঙ্গবন্ধুকন্যা" দেশরত্ন শেখ হাসিনা'র সাথে একান্ত বৈঠক শেষে) "আমাদের প্রধানমন্ত্রীকে "গ্যাবার্ড" ভালোবেসে বুকে জরিয়ে ধরে জানিয়েছেন" "আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরছেন"💙🤍 "তুলশী গ্যাবার্ডের" আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই আবেগঘন ভালোবাসা ও এক নজিরবীহিন প্রতিশ্রুতির কথা আমরা বাংলাদেশের মুক্তিকামী সাধারন জনগন সারাজীবন মনে রাখবো""এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট "ডোনাল্ড ট্রাম্প" প্রশাসন ও আমাদের পাশ্ববর্তী পরম বন্ধু দেশ ভারত সরকারের মাননীর প্রধানমন্ত্রী""নরেন্দ্র মোদিজির" সরকারের প্রতি আমরা চির কৃতজ্ঞ থাকবো"💗জয় বাংলা জয় বঙ্গবন্ধু💗।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ছবিকে এডিট করে মোদির স্থলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিন্ন একটি ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ভাইরাল ছবিটির তুলসী গ্যাবার্ডের অংশটি রিভার্স ইমেজ সার্চ করে “PM Narendra Modi meets US Director of National Intelligence (DNI) Tulsi Gabbard” শিরোনামে ‘prokerala’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে তুলসী গ্যাবার্ডের একই পোশাকে এবং একই ভাবে চেয়ারে বসার ধরণের সঙ্গে আলোচ্য ছবিটির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “PM meets the Director of National Intelligence of the United States” শিরোনামে ভারতের কেন্দ্রীয় সরকারের ‘প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি)’ ওয়েবসাইটে একই ছবি পাওয়া যায়। যেখানে ২০২৫ সালের ১৭ মার্চ প্রকাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গ্যাবার্ডের বসে থাকার ছবিটি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবি (বামে) এবং তুলসী-মোদীর ছবি (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি দেখুন--
এদিকে আলোচ্য ছবিটির শেখ হাসিনার অংশটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “বাংলাদেশ-ভারতের মধ্যে ৩ সমঝোতা স্মারক সই” শিরোনামে ‘ইত্তেফাক’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি দেওয়া আছে। যেখানে শেখ হাসিনার ছবিতে পোশাক, বসার ধরণের সঙ্গে মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
উপরের ছবিটি থেকে শেখ হাসিনার ছবিকে কেটে নিয়ে রিভার্স করে আলোচ্য এডিটেড ছবিটিতে তুলসি গ্যাবার্ডের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থলে বসানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক ভারত সফরে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে বৈঠক হলে সেটি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশিত হওয়ার কথা। কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো খবর বাংলাদেশ, ভারতীয় বা আন্তর্জাতিক মিডিয়ায় অথবা কোনো গ্রহণযোগ্য মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ তুলসী গ্যাবার্ড ও নরেন্দ্র মোদির বৈঠকের ছবিতে মোদির স্থলে জায়গায় হাসিনার ছবি সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে।
সুতরাং তুলসী গ্যাবার্ড ও শেখ হাসিনা ভারতে বৈঠক করেছেন দাবি করে এডিটেড ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।