কনের বিকিনি পরা বিয়ের এই ছবিটি এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, বিকিনি পরে বিয়ের এই ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বিয়ের কনের বিকিনি পরা একটি ছবি শেয়ার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ নভেম্বর 'Suhana Parvin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "আদম ইভ -এর যুগে ফিরে যাওয়া হোক। 🥹 #fbpost2024"। পোস্টটিতে বিয়ের কনেকে বিকিনি পরে থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশাল ইন্টেলিজেন্স (AI)-এর সহায়তায় তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম রেডিটে 'r/DesiAdultfusion' নামে একটি সাবরেডিট থেকে ১৩ দিন আগে "Marriage season" ক্যাপশনে পোস্ট করা আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। সাবরেডিটটির ডেস্ক্রিপশনে বলা হয়, "DesiAdultfusion is a subreddit dedicated to showcasing AI-generated artwork related to desi culture. From traditional to contemporary, our community welcomes all forms of desi-inspired art created using artificial intelligence. Share your unique creations and explore the work of others who share your passion for all things desi. Join us in celebrating the beauty and diversity of desi culture through the lens of AI art. অর্থাৎ ডেস্ক্রিপশান থেকে জানা যায়, আলোচ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। এটি একটি এআই আর্টওয়ার্ক। পরে ওই সাবরেডিটটি পর্যবেক্ষণ করে এর আগেও অসংখ্য এআই নির্মিত ছবি পোস্ট করতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে আলোচ্য ছবিটি বাস্তব না কি এআই নির্মিত সে ব্যাপারে আরো নিশ্চিত হতে অনলাইন এআই ডিটেক্টর টুল ওয়েবসাইট ট্রু মিডিয়ার সাহায্যে ছবিটি পরীক্ষা করে দেখা হয়। ট্রু মিডিয়া আলোচ্য ছবিটিকে সম্ভাব্য এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি বলে উল্লেখ করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে দেখানো ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিকে বাস্তব ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।