লোহার শিকের ভেতর আটক শিশুর এই ছবিটি ৯ বছরের পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৫ সালে ছবির শিশুটির পিতাকে না পেয়ে মায়ের সাথে তাকেও আটক করে পুলিশ।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে লোহার শিকের ভেতরে আটক থাকা এক শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে মায়ের সাথে শিশুটিকে সম্প্রতি কারাগারে প্রেরণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
১২ ঘন্টা আগে 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' নামে একটি ফেসবুক গ্রুপে 'Md. Alamgir' নামে একটি একাউন্ট থেকে কারাগারের ভিতরে অবস্থান করা এক শিশুর ছবি শেয়ার করে বলা হয়, "বিশ্ব মানবতা আজ চরম বিপর্যয়ে! আওয়ামী লীগ করার অপরাধে মায়ের সাথে এই ছোট্ট অবুঝ শিশুর ঠাঁই হলো কারাগারে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিতে দৃশ্যমান শিশুকে সম্প্রতি আটক করেনি পুলিশ। বরং ৯ বছর আগে ঝিনাইদহে আসামী ধরতে গিয়ে আসামীকে না পেয়ে তার স্ত্রী এবং আলোচ্য ছবিতে দেখানো শিশুসন্তানকে থানায় ধরে নিয়ে যায় পুলিশ।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর "১১ মাসের শিশুর ১৯ ঘণ্টা হাজতবাস" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, বাবাকে ধরতে গিয়ে না পেয়ে তার ১১ মাস বয়সী সন্তান রয়েলকেসহ তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদেরকে ১৯ ঘণ্টা আটকে রাখা হয় থানাহাজতে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর "মা-শিশুকে নিরাপত্তার জন্য থানায় নেওয়া হয়: পুলিশ" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, রাজু নামের এক ব্যক্তিকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী এবং ১১ মাসের শিশুসন্তানকেসহ মোট ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আওয়ামী লীগ করার কারণে সম্প্রতি মায়ের সাথে অবোঝ শিশুকে সম্প্রতি কারাগারে রাখার দাবিটি সঠিক নয়। ছবিটি ৯ বছর আগে মায়ের সাথে এক শিশুকে থানা হাজতে আটকে রাখার। ছবিটি কারাগারের নয় বরং থানা হাজতের। এছাড়া, ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের কোনো ঘটনার নয় বরং ৯ বছর আগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে পুলিশের একটি ঘটনার।
সুতরাং শিশুকে থানা হাজতে আটকে রাখার ৯ বছরের পুরোনো ছবিকে সম্প্রতি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।