এটি সাতক্ষীরায় আম্পান ঘুর্ণিঝড়ের সময়ের ছবি নয়
২০০৪ সালের সুনামির ওপর নির্মিত ফিল্মের (ডকুড্রামা) দৃশ্যকে ভুলভাবে ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অথৈ পানির মধ্যে একটি নারিকেল গাছকে ধরে ভাসছে এক মেয়ে শিশু। তাতে ক্যাপশন দেয়া হয়েছে এরকম--
"বাঁচার জন্য মেয়েটির জীবনের শেষ লড়াই, সাতক্ষীরায় প্রায় নারিকেল গাছের মাথা ছুই ছুই পানির স্রোতে জীবন বাঁচাতে মেয়েটি গাছকে শক্ত করে ধরে আছে, বাঁচার আপ্রান চেষ্টার (এবারের আম্ফান ঘূর্ণীঝড়ের) এই মেয়েটির এই ছবিটিই হবে সারাবিশ্বের কাছে শ্রেষ্ট ছবি।"
ফ্যাক্ট চেক:
কিন্তু গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে ছবিটি সাম্প্রতিক নয়, এবং এটির সাথে চলতি বছরের ২০ মে বাংলাদেশে আঘাত করা আম্পান ঘূর্ণিঝড়ের কোনো সংযোগ নেই।
ছবিটি নেয়া হয়েছে ২০০৬ সালে নির্মিত ডকুড্রামা "Tsunami: The Aftermath" থেকে। ২০০৪ সালে সংঘটিত ভয়াবহ সুনামির ওপর নির্মিত ফিল্মটি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিআর এর ওয়েবসাইটে প্রতিবেদন পড়ুন এখানে।
এনপিআর এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট--