জাতিসংঘের পাঠানো এই চিঠিটি আসল
জাতিসংঘের পাঠানো চিঠিটি আসল বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের স্বাক্ষরিত অভিনন্দন বার্তার একটি চিঠি পোস্ট করে চিঠিটি নকল বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ জানুয়ারি 'Shakawat Hossain' নামে একটি একাউন্ট থেকে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের স্বাক্ষরিত অভিনন্দন বার্তা দিয়ে লেখা একটি চিঠি পোস্ট করে বলা হয়, "জাতিসংঘের নামে ভুয়া চিঠি বাজারে ছেড়েছে! আরাফাত সাহেব সুভাষ সিংহ, শ্যমল মিত্র ইনু মেনন সাহেবদের চেয়ে কম না।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত চিঠিটি জাতিসংঘ থেকেই প্রেরিত এবং নকল নয় বরং নিয়মতান্ত্রিকভাবেই চিঠিটি বাংলাদেশের পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের ওয়েবসাইটে গত ১৯ জানুয়ারি "প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ঢাকা পোস্ট, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন ভার্সন, সময় নিউজের অনলাইন ভার্সন, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক ইনকিলাব এবং বাংলাদেশ জার্নালের ওয়েবসাইটেও একই দাবিতে সংবাদ খুঁজে পাওয়া যায়।
এদিকে, আলোচ্য চিঠিটিকে নকল দাবি করে বিভিন্ন পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ব্যাপারে জানতে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হকের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। জাতিসংঘের পাঠানো এই চিঠিটির ছবি দেখে চিঠিটি জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকেই পাঠানো বলে নিশ্চিত করেন তিনি।
সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে পাঠানো চিঠিটি নকল দাবি করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।