এটি কাজাখস্তানে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের আগের ভিডিও নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি আলজেরিয়ার একটি এয়ারলাইন্সের উড়োজাহাজের ভিতরে ধারণ করা হয় এবং এটি বিধ্বস্ত হয়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি কাজাখস্তানে আজারবাইজানের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে উড়োজাহাজটির ভিতরে ধারণ করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। এছাড়াও, এই নিয়ে বেসরকারি সম্প্রচার মাধ্যম মাছরাঙার টেলিভিশনের ফেসবুক পেজে করা পোস্ট দেখুন এখানে।
গত ২৮ ডিসেম্বর 'Apu Khan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিলভিডিও পোস্ট করে বলা হয়, "আজারবাইজানে বিধ্বস্ত হওয়ার আগ মুহুর্তে বিমানের ভিতরের চিত্র। ৬৭ জন যাত্রীর মধ্যে ৫ জন বাদে বাকি সবাই মারা গিয়েছে।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে দেখানো ভিডিওটি সম্প্রতি কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজের নয়। এটি আলজেরিয়ার এয়ার আলজেরি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীদের আতঙ্কিত হয়ে পড়ার ভিডিও। ভিডিওর এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি বরং এটি সফলভাবে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Info Trafic Algérie - ITA' নামে একটি ফেসবুক পেজে গতবছরের ২৩ সেপ্টেম্বর পোস্ট করা আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়,"#هام #important
🟥 الخطوط الجوية الجزائرية:
🟥نظراً لعطل تقني طرأ على الطائرة التي كانت تشغل الرحلة رقم AH3018 بين الجزائر وإسطنبول. والتي أقلعت على الساعة 23:02 مساءً من مطار الجزائر الدولي
قرر قائد الرحلة العودة إلى مطار هواري بومدين الدولي بعد ساعة من الإقلاع كإجراء احترازي حفاظاً على أمن وسلامة الركاب وطاقم الطائرة.
🟥فور تسجيل الخلل، قامت شركة الخطوط الجوية الجزائرية باتخاذ كافة الإجراءات اللازمة لتأمين سلامة المسافرين ومرافقتهم بشكل مثالي من خلال التكفل بإيوائهم الى غاية تنظيم رحلة جديدة والتي تقرر ان تقلع يوم الإثنين 23 سبتمبر 2024 على الساعة 22:10 مساءً.
🟥تعمل فرق الصيانة حاليًا على تحديد الأسباب الدقيقة للعطل، وإجراء الفحوصات التقنية اللازمة لإعادة الطائرة إلى الخدمة في أقرب وقت ممكن.
🟥تعتذر الجوية الجزائرية عن أي إزعاج بسبب هذا الموقف، وتؤكد التزامها الدائم بتطبيق أعلى معايير السلامة والأمان."
"গুরুত্বপূর্ণ
🟥 এয়ার আলজেরিয়া:
🟥আলজিয়ার্স এবং ইস্তাম্বুলের মধ্যে AH3018 নম্বর ফ্লাইট পরিচালনাকারী উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে। যা আলজিয়ার্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯:০২ মিনিটে উড্ডয়ন করে।
যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড্ডয়নের এক ঘন্টা পর ফ্লাইট ক্যাপ্টেন হুয়ারি বুমেদিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
🟥বিপর্যয় রেকর্ড হওয়ার পরপরই, এয়ার আলজেরি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য আদর্শভাবে সকল ব্যবস্থা গ্রহণ করে, যতক্ষণ না একটি নতুন ফ্লাইট সংগঠিত হয়, যা সোমবার, সেপ্টেম্বরে উড্ডয়নের কথা রয়েছে। ২৩, ২০২৪ রাত ২২:১০ মিনিটে।
🟥রক্ষণাবেক্ষণ দলগুলি বর্তমানে ত্রুটির সঠিক কারণ নির্ধারণের জন্য কাজ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব উড়োজাহাজটিকে পরিষেবায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনা করছে।
🟥এই পরিস্থিতির কারণে যেকোনো অসুবিধার জন্য এয়ার আলজেরি ক্ষমাপ্রার্থী এবং সর্বোচ্চ নিরাপত্তা মান প্রয়োগের জন্য তাদের স্থায়ী প্রতিশ্রুতি নিশ্চিত করে।"- (গুগল থেকে অনূদিত)।
এই ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফেসবুক পেজটি আলজেরিয়াভিত্তিক সড়ক নিরাপত্তা নিয়ে বিভিন্ন আপডেট দেয়। মূলত ইস্তাম্বুলগামী আলজেরিয়ার এয়ার আলজেরি এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয় বলে জানায় পেজটি। ফেসবুক পোস্টটি দেখুন--
পরে এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর কাতার নিউজ এজেন্সির ওয়েবসাইটে "Algerian Plane Makes Emergency Landing 60 Minutes after Takeoff Due to Technical Failure" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এয়ার আলজেরির একটি যাত্রীবাহী উড়োজাহাজ জরুরি অবতরণ করে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘন্টা উড্ডয়নের পর হুয়ারি বুমেদিন বিমানবন্দরে ফিরে আসে। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও এভিয়েশান সোর্সেস নিউজ নামে আরেকটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টে দেখানো উড়োজাহাজের ভিডিওটি গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের নয়। আলোচ্য ভিডিওর উড়োজাহাজটি বিধ্বস্তও হয়নি। আলজেরিয়ার এয়ার আলজেরি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ার ভিডিও এটি। পরে উড়োজাহাজটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। ঘটনাটি গতবছরের ২৩ সেপ্টেম্বরের।
উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানে আজারবাইজানের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু ঘটে। উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। ইউক্রেনের ড্রোন প্রতিহত করতে গিয়ে ভুল করে উড়োজাহাজটিতে রাশিয়া হামলা করেছে বলে এর দায় স্বীকার করে দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সুতরাং আলজেরিয়ার উড়োজাহাজের একটি ভিডিওকে সম্প্রতি কাজাখস্তানে আজারবাইজানের একটি উড়োজাহাজ বিধ্বস্তের আগমুহূর্তের দৃশ্য বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।