নারীকে প্রকাশ্যে রাস্তায় ধর্ষণের এই ঘটনাটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে এক নারীকে ফুটপাতে ধর্ষণের সময়ে ধারণ করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ফুটপাতে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণের একটি ভিডিও শেয়ার করে ভিডিওটি সম্প্রতি বাংলাদেশের ঢাকার ঘটনা বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ ফেব্রুয়ারি 'চট্ট মেট্রো - Chatta Metro' নামে একটি ফেসবুক পেজে ফুটপাতে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণের একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "রাজধানীতে প্রকাশ্যে একজন ভিখারিকে ধ*র্ষ*ন করছে।.সুদিনুচ জিন্দাবাদ, ইনকিলাব সায়দাবাদ....."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো স্থানে ধারণ করা কোনো ঘটনার নয়। ২০২৭ সালের অক্টোবর মাসে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের একটি ফুটপাতে আলোচ্য ঘটনাটি ঘটেছে এবং সেসময়ে ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওটির ব্যাপারে জানতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০১৭ সালের ২৩ অক্টোবর প্রচারিত একটি কোলাজ ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও প্রতিবেদনের শুরুতে আলোচ্য ভিডিওটিওর বিষয়ে উল্লেখ করা হয়, "বিশাখাপত্তমে (ভারতের) এক নারীকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করা হয়েছে। পথচারীদের কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের এক্স (সাবেক টুইটার) একাউন্টে ২০১৭ সালের ২৩ অক্টোবর প্রকাশিত আলোচ্য ভিডিওটি পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ভাইজাগে (ভারতের) এক ব্যস্ত রাস্তার ফুটপাতে প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে ধর্ষণ করল ২০ বছর বয়সী এক মাতাল যুবক; কোনও পথচারী সাহায্যের জন্য এগিয়ে আসেনি"(অনূদিত)। এক্স পোস্টটি দেখুন--
এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে এবং হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটেও আলোচ্য ঘটনাটি নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায় এবং এসব প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়।
অর্থাৎ ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের একটি ফুটপাতে এক নারীকে ধর্ষণের সময়ে ধারণ করা।
সুতরাং ভারতের ফুটপাতে এক নারীকে ধর্ষণ করার ভিডিও বাংলাদেশের ঢাকার ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।