এডিটেড ছবি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের শেখ মুজিবের কবর জিয়ারতের তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালে আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারতের একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৯ নভেম্বর "Rasel Ahammed" নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টঙ্গী পাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কালেক্ট।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। মূলত, ২০২২ সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতারা শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে উপস্থিত নেতাদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিমের চেহারা এডিট করে ডোনাল্ড ট্রাম্পের চেহারা বসিয়ে দেওয়া হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বাহাউদ্দিন নাছিম” শিরোনামে ‘আমাদের সময়’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৭ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে অরিজিনাল ছবিটি পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।
প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বাহাউদ্দিন নাছিম” শিরোনামে ‘একুশে সংবাদ’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৭ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনটিতেও একই ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবি (বামে) এবং ২০২২ সালে আওয়ামী লীগ নেতাদের শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের ছবি (ডানে) পাশাপাশি দেখুন--
অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার একটি ছবিতে থাকা বাহাউদ্দিন নাসিমের চেহারায় ডোনাল্ড ট্রাম্পের চেহারা সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে।
সুতরাং মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছেন ডোনাল্ড ট্রাম্প দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।