ছবিগুলো ২০২৬ ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামের ডিজাইন নয়
বুম বাংলাদেশ দেখেছে, এগুলো আর্কিটেকচারাল ডিজাইনার ভিনসেন্ট ক্যালেবাউটের প্রস্তাবিত পরিবেশবান্ধব স্টেডিয়ামের ডিজাইন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২৬ সালে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের ডিজাইন এগুলো। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৯ ডিসেম্বর "Sk Sahid" নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিগুলোর কোলাজ পোস্ট করে লেখা হয়, "২০২৬ বিশ্বকাপ মাঠের ডিজাইন, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের ডিজাইনের নয়। বরং ছবিগুলো একজন আর্কিটেকচারাল ডিজাইনারের তৈরি, যেখানে তিনি ২০২৬ সালের বিশ্বকাপকে মাথায় রেখে পরিবেশের সাথে সহনশীল এবং টেকসই ফুটবল স্টেডিয়াম কিভাবে তৈরী হতে পারে তার প্রস্তাবনা তুলে ধরেছিলেন।
রিভার্স ইমেজ সার্চ করলে, 'vincentcallebautarchitectures' নামের ইন্সটাগ্রাম একাউন্টে স্টেডিয়ামের ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম একাউন্টটিতে "OCEANIUMS, A Biomimetic Generation of Floating and Sustainable Stadiums" ক্যাপশনে গত ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আলাদা আলাদা পোস্টে ছবিগুলো প্রকাশ করা হয়। এরকম একটি পোস্ট দেখুন--
ইন্সটাগ্রাম একাউন্টির বিবরণ থেকে জানা যায়, একাউন্টটি ভিনসেন্ট ক্যালেবাউট নামের একজন আর্কিটেকচারাল ডিজাইনারের। স্টেডিয়ামের ডিজাইনের ছবিগুলো তিনি লিংকডইন সহ অন্যান্য সামাজিক মাধ্যমেও পোস্ট করেছেন। এই সূত্র ধরে সার্চ করার পর, Vincent.callebaut.org নামে আর্কিটেকচারাল ডিজাইনারের ওয়েবসাইটে সবগুলো স্টেডিয়ামের ছবি খুঁজে পাওয়া যায়। ডিজাইনের একটি সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেছেন তিনি। 'OCEANUMS, A NEW BIOMIMETIC GENERATION OF FLOATING STADIUMS' শিরোনামে বিবরণে তিনি বিশ্বকাপ ও অলিম্পিক গেমস আয়োজনের জন্য নতুন নতুন স্টেডিয়াম বানানোর পরিবর্তে পরিবেশের সাথে সহনশীল ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে মাঠ তৈরি করার প্রস্তাব দিয়েছেন। ছবিগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ত্রিমাত্রিক পদ্ধতিতে তৈরী করেছেন বলেও উল্লেখ করেছেন। দেখুন--
অর্থাৎ ছবিগুলো ২০২৬ সালের বিশ্বকাপ স্টেডিয়ামের ডিজাইন নয়। মূলত ছবিগুলোর থিম হলো আগামী ফুটবল বিশ্বকাপ বা ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে একজন আর্কিটেকচারাল ডিজাইনারের প্রস্তাবিত ডিজাইন। স্থাপতিরা প্রায়ই এরকম ডিজাইন করে থাকেন।
২০২৬ বিশ্বকাপের জন্য কি মাঠ তৈরী হচ্ছে ?
২০২৬ বিশ্বকাপের খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার একটি বিবরণ পাওয়া যায় 'Where is the next FIFA World Cup? The 2026 tournament is coming to a city near you.' শিরোনামে ইউএসটুডে'তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। প্রতিবেদনটিতে বিশ্বকাপের আয়োজক শহর এবং স্টেডিয়ামের একটি তালিকা যুক্ত করা হয়েছে যেখানে বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত ১৬টি স্টেডিয়াম এবং স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতা উল্লেখ করা হয়েছে। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটেও ২০২৬ সালে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের মাঠের নাম দেয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপ যে ১৬ টি স্টেডিয়ামে হবে তা ইতিমধ্যেই তৈরি আছে। অর্থাৎ নতুন করে কোনো মাঠ তৈরি করার প্রয়োজন নেই। ডিজাইনের প্রশ্নটিও তাই আসছে না।
সুতরাং একজন ডিজাইনার কর্তৃক প্রস্তাবিত পরিবেশ বান্ধব খেলার মাঠের ডিজাইনের ছবিকে ২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠের ডিজাইন দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।