দাবানলের গ্রাস থেকে এই বাড়িটির বেঁচে যাওয়ার ঘটনাটি সাম্প্রতিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে সৃষ্ট দাবানলে লাহাইনা শহরের ওই বাড়িটি অক্ষত থেকে যায়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দাবানলে ভস্মীভূত হয়ে যাওয়া একটি এলাকায় অক্ষত একটি বাড়ির ছবি শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে দাবানলে সব বাড়িঘর পুড়ে গেলেও ওই বাড়িটি অক্ষত রয়ে যায়। ছবিটি এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ জানুয়ারি 'মাওলানা দেলোয়ার হোসাইন' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পুড়ে যাওয়া বাড়িঘর বেষ্টিত একটি অক্ষত বাড়ির ছবি পোস্ট করে বলা হয়, "আমেরিকায় দাবানলে সব পুড়ে শেষ। কিন্তু এই বাড়িটি আগুনে পুড়ে নাই, কারণ কি জানেন? কারণ এই বাড়িটি একজন মুসলিমের, এই ঘরে পবিত্র কোরআন ছিল। সুবহানাল্লাহ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। দাবানলের গ্রাস থেকে এই বাড়িটির অক্ষতভাবে টিকে যাওয়ার ঘটনা চলতি বছরের দাবানলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ঘটা এক দাবানলের গ্রাস থেকে এই বাড়িটি রক্ষা পেয়েছিল।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ২২ আগস্ট বিবিসির ওয়েবসাইটে "Hawaii wildfires: The red Lahaina house that survived Maui fires" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য বাড়িটির ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের লাহাইনা শহরে অবস্থিত ওই বাড়িটির মালিক ট্রিপ মিলিকিন নামে এক ব্যক্তি। কাঠের তৈরি ওই বাড়িটির বয়স প্রায় ১০০ বছর। তারা সম্প্রতি ওই বাড়িটি কিনে নিয়ে বাড়িটির সংস্কার করেন। স্ক্রিনশট দেখুন--
বিবিসির ওয়েবসাইট থেকে প্রাপ্ত সূত্রে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কমিউনিটিভিত্তিক গণমাধ্যম হনুলুলু সিভিল বিটস নামে একটি অনলাইন পোর্টালে ২০২৩ সালের ১৯ আগস্ট "Hawaiʻi Fires -What Saved The ‘Miracle House’ In Lahaina?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে সংঘটিত এক দাবানলের গ্রাস থেকে একমাত্র বাড়ি হিসেবে রক্ষা পায় ওই বাড়িটি। বাড়িটির মালিক ট্রিপ মিলিকিন সিভিল বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বাড়িটি কেনো আগুনে পোড়েনি তা তিনি জানেন না। তবে, তিনি সম্প্রতি বাড়িটি সংস্কার করেছিলেন বলে জানান। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ২০২৩ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে সংঘটিত এক দাবানলে ভস্মীভূত হয় অঙ্গরাজ্যটির লাহাইনা শহরের মাউই এলাকা। ওইসময়ে দাবানলের গ্রাস থেকে অলৌকিকভাবে রক্ষা পায় ট্রিপ মিলিকিনের ওই বাড়িটি।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির বাড়িটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে সংঘটিত সাম্প্রতিক দাবানলের গ্রাস থেকে রক্ষা পাওয়া বাড়ি নয়। ২০২৩ সালে হাওয়ােই অঙ্গরাজ্যে সংঘটিত দাবানলের গ্রাস থেকে রক্ষা পেয়েছিল বাড়িটি।
সুতরাং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে সংঘটিত সাম্প্রতিক দাবানলের গ্রাস থেকে রক্ষা পাওয়া বাড়ি হিসেবে দাবি করে পুরোনো ঘটনার ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।