ক্রিকেটার সাইফউদ্দিনের নামে প্রচারিত মন্তব্যটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় মিরাজকে নিয়ে সাইফউদ্দিনের কোনো মন্তব্য নিভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াডে তাকে না রাখলেও মেহেদী হাসান মিরাজকে না রাখায় তার খারাপ লেগেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ মে 'Janata Sports' নামের একটি পেজ থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "আমাকে স্কয়াডে রাখে নাই সমস্যা নাই! মিরাজ ভাইকে স্কোয়াডে রাখলো না খুব খারাপ লাগলো: সাইফুদ্দিন 🗣️Shakil Tech যারা ফেসবুক সমস্যায় ভুগছেন! এই পেজে ফলো দিয়ে ইনবক্স করুন আমায়! এটা আমার পার্সোনাল পেজ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। তথ্যসূত্র ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ সাইফউদ্দিনের নামে আলোচ্য মন্তব্য দিয়ে ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশ দলের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সাইফউদ্দিনের কোনো মন্তব্য গণমাধ্যমে আসতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডে উল্লিখিত দাবির ব্যাপারে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন পাওয়া যায়। তবে, এসব প্রতিবেদনে সাইফউদ্দিনের বাদ পড়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মন্তব্য থাকলেও সাফউদ্দিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, ফটোকার্ডটি যাচাই করলে Janata Sports নামে একটি লেখা দেখা যায়। পরবর্তীতে ওই পেজে গিয়ে আলোচ্য পোস্টটি খুঁজে পাওয়া গেলেও সেখানে নির্ভরযোগ্য সূত্রসহ গণমাধ্যমের খবরের লিংক কিংবা সাইফউদ্দিনের মন্তব্যযুক্ত ভিডিও’র কোনোটিই পাওয়া যায়নি।
এরপর কি-ওয়ার্ড সার্চ করে সাইফউদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটেও দেখা গেছে আলোচ্য দাবি সংক্রান্ত কোনো পোস্ট তিনি করেননি। তবে, তিনি বিশ্বকাপে ঘোষিত বাংলাদেশের স্কোয়াডকে শুভকামনা জানিয়ে গত ১৫ মে করা এমন একটি পোস্ট পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বাদ পড়া একজন ক্রিকেটার এ সংক্রান্ত কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়াটা স্বাভাবিক। যেহেতু কোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর আলোচ্য মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি, তাই বলা যায় সাইফউদ্দিন এমন কোনো মন্তব্য করেননি।
তারপরও ক্রিকেটার সাইফউদ্দিন এমন মন্তব্য করেছেন কিনা তা জানতে তার সাথে যোগাযোগ করেছে বুম বাংলাদেশ, তার জবাবে উল্লেখেযোগ্য তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
অর্থাৎ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়ায় মেহেদী হাসান মিরাজকে নিয়ে কোনো মন্তব্য করেনি আরেক ক্রিকেটার সাইফউদ্দিন।
সুতরাং মিরাজের বাংলাদেশ স্কোয়াডে জায়গা না হওয়ায় খারাপ লেগেছে বলে সাইফউদ্দিনের নামে ভিত্তিহীন মন্তব্য ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।