মানুষের ওপর বাঘের আক্রমণের এই ভিডিওটি সুন্দরবনের নয়
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের সুন্দরবনের নয় বরং চীনের একটি চিড়িয়াখানার ২০১৭ সালের ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ এবং আইডি থেকে একটি জঙ্গলের মধ্যে মানুষের ওপর আক্রমণ করা তিনটি বাঘকে গুলি করার ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ঘটনাটি সুন্দরবনের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে।
গত ১৪ ফেব্রুয়ারি 'SK Hassan' নামের একটি পেজ থেকে এমন একটু ভিডিও পোস্ট করে লেখা হয়, "একি ঘটনা ঘটে গেল সুন্দরবন এ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ঘটনাটি বাংলাদেশের সুন্দরবনের নয়; বরং এটি ২০১৭ সালে চীনের একটি চিড়িয়াখানায় ঘটে যাওয়া ঘটনা।
আলোচ্য ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Man mauled to death by tiger was trying to dodge entry fee" শিরোনামে 'Metro.UK' এর ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে কয়েকটি ছবি যুক্ত করা হয় এবং একটি ছোট ভিডিও ক্লিপ যুক্ত করা হয়। এসব ছবি ও ভিডিওতে দৃশ্যমান বাঘের সংখ্যা, বাঘের গায়ের রং, ব্যক্তির গায়ের পোশাক ও পারিপাশ্বিক দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির বেশ মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "চীনের ঝচিয়াং প্রদেশের নিংবো শহরের ইয়নগোর চিড়িয়াখানায় ঝাং (৪০) নামের এক ব্যক্তি নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে যান। এ সময় টিকেটের ফি ফাঁকি দিতে ঝাং ও তার বন্ধু চিড়িয়াখানার নিরাপত্তা দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে, ঝাং চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘের জন্য নির্ধারিত স্থানে পড়ে যান। প্রায় এক ঘন্টা তিনটি বাঘের সাথে লড়াই করেন ঝাং, একটি বাঘ তার ঘাড়ে কামড়ে ধরে ছিল। খবর পেয়ে আসা কর্তৃপক্ষের লোকেদের ছোঁড়া গুলিতে বাঘগুলো পালিয়ে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।" স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "Man killed by tiger after scaling wall of zoo to avoid paying for ticket" শিরোনামে চীনের CGTN এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০শে জুনের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে চীনের ইয়নগোর চিড়িয়াখানার ওই ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। যেই ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশের সুন্দরবনে একজন ব্যক্তির উপর বাঘের হামলার নয় বরং এটি ২০১৭ সালের চীনের একটি চিড়িয়াখানায় ঘটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার ভিডিও।
সুতরাং, চীনের একটি চিড়িয়াখানায় আক্রান্ত এক ব্যক্তিকে বাঁচাতে বাঘের উপর কর্তৃপক্ষের গুলি চালানোর ভিডিওকে সুন্দরবনের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।