সুপারশপের ফ্লোরে জ্যান্ত মাছ ভাসার ভিডিওটি দুবাইয়ের নয়
বুম বাংলাদেশ দেখেছে, জর্জিয়ার রাজধানী তিবিলিসির একটি সুপারমার্কেটে অ্যাকুয়ারিয়াম ভেঙ্গে গেলে ভিডিওটি ধারণ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ এবং আইডি থেকে একটি সুপারশপের ফ্লোরে জমাটবদ্ধ পানিতে মাছ ভেসে বেড়ানোর একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি দুবাইয়ের একটি সুপারশপের। সম্প্রতি দুবাইয়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সুপারশপে পানির সাথে মাছও ঢুকে যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ এপ্রিল 'Jafrul Talukder' নামের একটি আইডি থেকে এমন একটা ভিডিও পোস্ট করে লেখা হয়, "দুবাই মার্কেটে শিলা বৃষ্টি ডুকেছে পানি সাথে মাছ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি শিলাবৃষ্টিতে দুবাইয়েরর কোনে সুপারমার্কেটে পানি ও মাছ ঢুকে পড়ার নয় বরং জর্জিয়ার রাজধানী তিবিলিসির একটি সুপারশপে অ্যাকুয়ারিয়াম ভেঙ্গে গিয়ে ফ্লোরে পানির সাথে মাছও ছোটাছুটি করতে থাকে, তখন ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Fish Swimming on Supermarket Floor" শিরোনামে 'ViralHog' নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিও'র বর্ণনা থেকে জানা যায়, জর্জিয়ার তিবিলিসির একটি সুপারমার্কেটে অ্যাকুয়ারিয়াম ভেঙ্গে মাছগুলো নিচে ভাসতে থাকে। এসময় দোকানের কর্মচারীরা মাছগুলোকে সংরক্ষণ করতে থাকে। ভিডিওটি দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে "Dozens of live fish left flopping around supermarket floor when tank smashes" শিরোনামে ব্রিটিশ গণমাধ্যম মিরর (Mirror) এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে একটি ফরাসি সুপারমার্কেটে অ্যাকুয়ারিয়াম ভেঙ্গে মাছগুলো ফ্লোরে পড়ে ভেসে বেড়াচ্ছে। অ্যাকুয়ারিয়াম ভেঙ্গে এ ঘটনার পর একজন ভিডিওটি করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ পানিতে মাছ ভেসে বেড়ানোর ভিডিওটি দুবাইয়ের নয় বরং এটি ৬ বছর আগে জর্জিয়ার রাজধানী তিবিলিসি’র একটি সুপারমার্কেটের।
প্রসঙ্গত, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টি ও ঝড়ে গুরুত্বপূর্ণ শহর দুবাই অচল হয়ে পড়ে। আকস্মিক বন্যা দেখা দেয়। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচলাবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও। বন্যার পানিতে সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা যায়। দুবাইয়ের সবচেয়ে বড় বিপণিবিতান দুবাই মল ও মল অব দ্য এমিরেটস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়ে। জলাবদ্ধতা দেখা দেয় মেট্রোস্টেশনেও।
সুতরাং ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ব্যবহার করে সম্প্রতি দুবাইয়ে একটি সুপারশপে বৃষ্টির পানির সঙ্গে মাছ ঢুকে যাওয়ার তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।