ইন্ডিয়ান আইডল মঞ্চে নৌকার গানের ভিডিওটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে সোনি ইন্টারটেনমেন্ট টেলিভিশনের লোগোযুক্ত একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইন্ডিয়ান আইডল মঞ্চে নৌকার ভোট চেয়ে গান পরিবেশন করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ ডিসেম্বর 'Towfique H Prodip' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "ইন্ডিয়ান মঞ্চে সেরা নৌকার গান | নৌকা মার্কায় ভোট চাই।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। ভারতীয় হিন্দি ভাষার গানের রিয়েলিটি শো'র (ইন্ডিয়ান আইডল) মঞ্চে পারফরম্যান্সের ভিডিও থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে নৌকা মার্কার গানের সাথে এক যুবকের অভিনয়ের দৃশ্য ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটের মাধ্যমে যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এক যুবক ভারতীয় হিন্দি ভাষার গানের রিয়েলিটি শো (ইন্ডিয়ান আইডল) মঞ্চে নৌকার গান গাচ্ছেন। গানটি শুনে অনুষ্ঠানে উপস্থিত তারকা সঙ্গীত শিল্পী হিমেশ রেশামিয়া, নেহা কক্কর, তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনসহ বেশ কয়েকজন তারকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানাচ্ছেন। এমন কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সনি এন্টারটেইনমেন্ট’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘SET India' তে "Ridham के 'Jugni' Performance पर नाच उठी Deepika | Indian Idol | Daily Mix" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০২১ সালের ২৭ অক্টোবর প্রকাশ করা হয়। এই ভিডিওটির সাথে আলোচ্য ভিডিওটিতে দেখানো তারকাদের অঙ্গভঙ্গির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে আলোচ্য প্রচারিত ভিডিওটির একাধিক দৃশ্যের সাথে ইন্ডিয়ান আইডল-এর প্রোগ্রামের ভিডিওর একাধিক দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। যদিও আলোচ্য ভিডিওতে গাওয়া যুবককে ভিডিওটিতে দেখা যায়নি। নিচে আলোচ্য এডিটেড ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং ইন্ডিয়ান আইডল-এর প্রোগ্রামের অরিজিনাল ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (ডানে) পাশাপাশি দেখুন--
এদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে সোনি লোগোতে 'Sobuj Khan' লেখা দেখা যায়। কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সবুজ খানের অফিশিয়াল পেজ খুঁজে পাওয়া যায়। ওই পেজ থেকে গত ২৫ ডিসেম্বর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে বলা হয়, "ভিডিওটা ইডিট করে তৈরি করা । দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না।" পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য গানের ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এডিট করা হয়েছে।
সুতরাং একটি এডিটেড গানের ভিডিওকে ইন্ডিয়ান আইডল মঞ্চে গাওয়া বাংলাদেশের ক্ষমতাসীন দলের প্রতীক নৌকার গান দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।