শিশুর আজান শোনার ভিডিওটি কাতার বিশ্বকাপের নয়
বুম বাংলাদেশ দেখেছে, দুবাই শপিং মলের এই ভিডিওটি চলমান ফুটবল বিশ্বকাপের ১০ বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি আজান শুনে এক শিশুর প্রতিক্রিয়ার ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি আমেরিকান শিশুর চলতি ফুটবল বিশ্বকাপের সময় কাতারের এক শপিং মলে আজান শুনে দেখানো প্রতিক্রিয়া। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ নভেম্বর 'রাশেদুল কলিম' নামের একটি ফেসবুক আইডি থেকে থেকে ভিডিও ফুটেজটি শেয়ার করে লেখা হয়, "আমেরিকার একটি পরিবার. বিশ্বকাপ খেলা দেখতে আসা কাতারে একটা শপিং মলে আসে শুনতেই পাই আযানের শব্দ, তখন এই ছোট মেয়েটি বার বার জিজ্ঞেস করতেছে বাবা মার কাছে , এটা একটি মহান শব্দ , এটা কি সিংহ রাজার কন্ঠস্বর"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি চলতি কাতার বিশ্বকাপের নয় বরং দুবাইয়ের একটি শপিং মলের, যা সাম্প্রতিকও নয় বরং দশ বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
গুগলে কি-ওয়ার্ড এবং ভিডিওটি থেকে নেয়া কী ফ্রেমের রিভার্স সার্চ করে দেখা গেছে, ভিডিওটি 'f0t0b0y' নামের একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়, যা "1st Call to Prayer" ক্যাপশন সহ ২০১২ সালের ২০ অক্টোবর আপলোড করা হয়েছে। ভিডিওটির বিবরণে যা লেখা আছে তার অনুবাদ করলে দাঁড়ায়, "প্রথম প্রার্থনার আহ্বান" এবং বর্ণনায় লেখা হয়েছে, "দুবাই মল-এ আমাদের প্রথম ভ্রমণের দ্রুত ধারণ করা একটি ক্লিপ, এবং (জীবনে) প্রথমবার প্রার্থনার আহ্বান (আযান) শোনা। খুবই সুন্দর।"
ভিডিওটি যে দুবাই শপিং মলের তারও প্রমাণ পাওয়া গেছে। ফরাসি জুয়েলারি উৎপাদনকারী প্রতিষ্ঠান 'Van Cleef & Arpels'-এর ফেসবুক পেজে ২০১২ সালের ১৮ অক্টোবর করা একটি ফেসবুক পোস্টে দেখতে পাওয়া স্টলের সাথে আলোচ্য ভিডিওটির স্থানের হুবহু মিল পাওয়া যায়। জুয়েলারি প্রতিষ্ঠানের পেজটির ঐ পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, Van Cleef & Arpels © Photo By Photo Solutions The Poetry of Time exhibition by Van Cleef & Arpels at the Grand Atrium in The Dubai Mall until October 20th, 2012."
মূল ইউটিউব ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যের সাথে (বামে) দুবাই মল-এ ফরাসি জুয়েলারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্টলের ছবির (ডানে) তুলনা দেখুন--
অর্থাৎ ভিডিওটি কাতারের নয় এবং সাম্প্রতিকও নয় বরং এটি ১০ বছর পুরোনো দুবাইয়ের একটি শপিং মলের একটি ঘটনার ভিডিও।
সুতরাং ১০ বছর পুরোনো একটি ভিডিও ফুটেজকে কাতারে অনুষ্ঠিত চলতি ফিফা বিশ্বকাপের সাথে জুড়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।