শামীম ওসমানের কোলের শিশুর 'ধানের শীষ' স্লোগানের ভিডিওটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, শিশুটির দেওয়া 'জয় বাংলা, জিতবে এবার নৌকা' স্লোগানে এডিট করে ভিন্ন অডিও বসিয়ে ভিডিওটি তৈরি করা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কোলে থাকা একটি শিশু জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ বলে স্লোগান দিচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ জানুয়ারি 'MD Mamun Hossain Official' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "জয় বাংলা জিতবে এবার ধানের শীষ"। ভিডিওটির উপরে "শিশুরা থাকে নিষ্পাপ তারা প্রকৃতি অর্থে সত্যি বলবে এটাই স্বাভাবিক" লেখা থাকতে দেখা যায়। আর ভিডিওটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কোলে বসে থাকা একটি শিশুকে "জয় বাংলা জিতবে এবার ধানের শীষ" শীর্ষক স্লোগান দিতে দেখা যায়। ফেসবুক ভিডিওটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মূলত, সংসদ সদস্য শামীম ওসমানের কোলে তাঁরই নাতি আর্জিয়ান ওসমানের "জয় বাংলা, জিতবে এবার নৌকা" বলে স্লোগান দেওয়ার একটি ভিডিওতে ভিন্ন এক শিশুর ভিডিওর অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে 'জননেতা শামীম ওসমান সাহেবের ফ্যান' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটিকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, "জয় বাংলা, জিতবে আবার নৌকা - এই স্লোগানটিকে বিকৃত করে, জয় বাংলা, জিতবে আবার ধানের শীষ!!! বয়েস এডিট করে বিএনপি'র একটি আইডি থেকে ৪ দিন আগে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওটি ৮০ লাখের উপর মানুষ এ দেখেছে। এইরকম একটা নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।" অর্থাৎ ভিডিওটিতে দেখানো শিশুর দেওয়া স্লোগানের অডিওতে ভিন্ন অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে বলে ওই পোস্টে দাবি করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
এর সূত্র ধরে সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে "শামীম ওসমানের নাতির মুখে নৌকার স্লোগান | Grandson Of Shamim Osman| Narayanganj | Somoy TV" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমানের কোলের শিশুটির নাম আর্জিয়ান ওসমান এবং শিশুটি শামিম ওসমানের নাতি। ভিডিওটির ৫৮ সেকেন্ড থেকে ১ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত অংশে আলোচ্য ভিডিওটিতে দেওয়া স্লোগানের অংশের মত হুবহু ভিডিওফ্রেম ও দৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, ওই ইউটিউব ভিডিওটিতে শিশু আর্জিয়ান ওসমানকে "জয় বাংলা, জিতবে এবার নৌকা" বলে স্লোগান দিতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছারাও, সময় টিভির আরো দুটি ইউটিউব চ্যানেল সময় টিভি বুলেটিন এবং সময় ন্যাশনালের ইউটিউব চ্যানেলেও আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে "জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ" অডিওটি যেখান থেকে নেয়া হয়েছে, একটি শিশুর সেই ভিডিওটি ফেসবুকের অসংখ্য হাস্যরসাত্মক পোস্টে খুঁজে পাওয়া যায়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করেনি বুম বাংলাদেশ। এমন একটি পোস্ট দেখুন--
অর্থাৎ শামীম ওসমানের কোলে থাকা তার নাতি শিশু আর্জিয়ান ওসমানের দেওয়া "জয় বাংলা, জিতবে এবার নৌকা"-স্লোগানের উপরে ভিন্ন একটি শিশুর ভিডিওর অডিও কেটে বসিয়ে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি নির্বাচন চলাকালে শামীম ওসমানের অরিজিনাল ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং শামীম ওসমানের কোলে থাকা তার নাতির স্লোগানকে এডিটের মাধ্যমে বিকৃত করে তা ভিন্ন দৃষ্টিকোন থেকে প্রচার করা হচ্ছে ফেসবুক; যা বিভ্রান্তিকর।