মেঘের মাঝে মসজিদের অবয়ব দেখা যাওয়ার ভিডিওটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, আকাশে মেঘের মাঝে মসজিদের দৃশ্য দেখা যাওয়ার ভিডিওটি একাধিক এডিটেড ভিডিও যুক্ত করে বানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, আকাশে মসজিদের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মসজিদের উপরে নীল আকাশের ক্যানভাসে মেঘমালায় তৈরি হয়েছে মসজিদের মিনারের অবয়ব। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১ নভেম্বর 'Rakib Molla' নামের একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "সুবহানাল্লাহ্, আকাশে মসজিদের দৃশ্য!!"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি কম্পিটারে গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা একাধিক ভিডিওর সংযোজনে বানানো হয়েছে। ভিডিওটির প্রথম ক্লিপ সম্পূর্ণ এবং দ্বিতীয় ক্লিপের প্রথমাংশ রেইনাল্ডো নামের এক ব্রাজিলিয়ান ব্যক্তির কম্পিউটার গ্রাফিক্সে তৈরি করা ভিডিওতে খুঁজে পাওয়া গেছে।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে reinaldo_oficiaal নামের একটি একাউন্ট থেকে করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির প্রথম অংশটি খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওটির দ্বিতীয় ক্লিপে মসজিদের ছবি ভেসে উঠে আবার মিলিয়ে যেতে দেখা গেলেও ওই ইন্সটাগ্রাম ভিডিওর শেষদিকে আকাশে মেঘের রংয়ের একটি পুতুলের অবয়ব উড়ে যেতে দেখা গেছে। ইন্সটাগ্রাম ভিডিওটি দেখুন--
আলোচ্য ভিডিওর প্রথম ক্লিপ এবং ইন্সটাগ্রামে প্রাপ্ত ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশটের মধ্যে মিল দেখুন--
এদিকে, আলোচ্য ভিডিওটির দ্বিতীয় ক্লিপটির উৎস সার্চ করে Bayroqdor নামের একটি টুইটার একাউন্টের পোস্টে অনুরূপ একটি স্থিরচিত্র পাওয়া যায়। দৃশত fazlidin_ako নামের একটি টুইটার একাউন্ট থেকে করা পোস্টের স্ক্রিনশট নিয়ে Bayroqdor তার পোস্টে উজবেক ভাষায় লিখেছেন, "Allohim, shunga ishonadiganlardan qilib qo'ymaganing uchun ham shukur!", যার স্বয়ংক্রিয় বঙ্গানুবাদ, "স্রষ্টাকে ধন্যবাদ যে আমাকে তাদের দলে রাখেনি যারা এসব বিশ্বাস করে"। তবে টুইটারে সার্চ করে বর্তমানে fazlidin_ako নামের কোন একাউন্ট খুঁজে পাওয়া যায়নি। Bayroqdor এর টুইটার পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ইন্সটাগ্রামের reinaldo_oficiaal নামের ওই একাউন্টে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচ্য ভিডিওর দ্বিতীয় ক্লিপটির প্রথমাংশে দেখা যাওয়া মসজিদের মিনারের অবকাঠামোটি হুবহু দেখা যায়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
এই ইন্সটাগ্রাম পোস্টের ভিডিওটির শুরুতে দেখা যাওয়া মসজিদের অনুরূপ অবকাঠামোর ছবি (বামে) ও আলোচ্য ভিডিওটির দ্বিতীয় ক্লিপের শুরুর দৃশ্যের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
ইন্সটাগ্রামের ওই একাউন্টের এবাউট সেকশনে গিয়ে জানা যায়, রেইনাল্ডো নামের একাউন্টটি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ভিত্তিক। তার একাউন্টে গিয়ে দেখা যায়, তিনি কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন সময়ে বিচিত্র ধরণের ভিডিও তৈরি করে ইন্সটাগ্রামে পোস্ট করে থাকেন। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ভিডিওটি ছাড়াও ওই ইন্সটাগ্রাম একাউন্টটিতে আরো বিভিন্ন রকমের সম্পাদিত ভিডিও দেখা গেছে।
তবে আলোচ্য ভিডিওতে নীল আকাশের ক্যানভাসে মেঘমালায় তৈরি মসজিদের মিনারের অবয়বের ছবি কিংবা ভিডিওর অংশটির মূল উৎস খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
অর্থ্যাৎ কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি একাধিক ভিডিও যুক্ত করে নীল আকাশের ক্যানভাসে মেঘমালায় তৈরি মসজিদের মিনারের অবয়বকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।