ছেলেকে ছাদের সুইমিংপুল থেকে ছুঁড়ে ফেলেননি রোনালদো
বুম বাংলাদেশ দেখেছে, সুইমিংপুলে সন্তানের সাথে আনন্দঘন সময় কাটানোর একটি ভিডিওকে এডিট করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, নিজের ছেলেকে ছাদের সুইমিংপুল থেকে নিচে ফেলে দিয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
৩ ঘন্টা আগে "CricTalker's JAHID" নামে একটি ফেসবুকে পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "রোনালদো নিজের ছেলেকে ছাদের পুল থেকে নিচে ফেলে দিলেন,। ইন্টারনেট ভাইরাল!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ভিডিওটি এডিট করা। সুইমিংপুলে পরিবারের সাথে রোনালদোর আনন্দঘন সময় কাটানোর একটি ভিডিওকে এডিট করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
আলোচ্য ভিডিওটিটির সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে গোল ডট কম নামে একটি ওয়েবসাইটে "Cristiano Ronaldo chills in swimming pool with Georgina Rodriguez as he absolutely launches his son through the air" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, আল-নাসের সুপারস্টার রোনালদোকে পরিবারের সাথে তাদের সুইমিং পুলে দেখা গেছে। তাকে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সাথে সময় কাটাতে দেখা যায় এবং তার ছেলে মাতেওর সাথে মজা করতে দেখা যায়। এ সময় সুইমিংপুলের একপাশ থেকে অন্যপাশে ছুঁড়ে দিয়ে উল্লাস করতে দেখা যায়। ওই প্রতিবেদনটিতে একটি টুইটার ভিডিও যুক্ত করে সেই দৃশ্যের একটি অংশ দেখানো হয়। স্ক্রিনশট দেখুন--
গোল ডটকমের ওই প্রতিবেদনটির সাথে তাদেরই টুইটার একাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও দেখুন---
এবারে, আলোচ্য পোস্ট থেকে পাওয়া ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং আলোচ্য টুইটার পোস্টটি থেকে পাওয়া একটি স্ক্রিনশটের তুলনামূলক মিল দেখুন--
অর্থ্যাৎ ছেলেকে সুইমিংপুলের একপাশ থেকে অন্যপাশে ছুঁড়ে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো উল্লাস করার ভিডিও এটি, যা এডিট করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
সুতরাং ছেলেকে নিয়ে সুইমিংপুলে ক্রিস্টিয়ানো রোনালদোর আনন্দঘন সময় কাটানোর একটি ভিডিওকে এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।