দাদার সাথে হিল্লা বিয়ে দেওয়ার ভিডিওটি বানোয়াট
বুম বাংলাদেশ দেখেছে, আপন দাদার সাথে নিজের স্ত্রীকে হিল্লা বিয়ে দেওয়ার ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আপন দাদার সাথে নিজের স্ত্রীর হিল্লা বিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ জুলাই "জীবনের গল্প" নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "হিল্লা বিয়ে আপন দাদার সাথে বিয়া দেয়া বিপদে"। অর্থ্যাৎ আপন দাদার সাথে হিল্লা বিয়ে দিয়ে এক ব্যক্তি বিপদে পড়েছেন বলে ওই পোস্টে দাবি করা হয়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এক ব্যক্তির নিজের দাদার সাথে নিজের স্ত্রীকে হিল্লা বিয়ে দেওয়ার ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটির সত্যতা জানতে সার্চ করে গণমাধ্যম ব্লগ নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে, ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "এই ভিডিওটি কাল্পনিক ভাবে বানানো হয়েছে বলে জানা গেছে, তবে নাটকে অভিনয়ের মাধ্যমে বর্তমান সামাজিক পরিস্থিতি উঠে এসেছে। সবাই পুরো ভিডিটি দেখলে বুজতে পারবেন......"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে "Sharmin Shakil" নামে একটি ইউটিউব চ্যানেলেও আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির বর্ণনা অংশেও লেখা থাকতে দেখা যায়, "ওহে বন্ধুরা, কেমন আছ? আমাদের এই গল্প গুলো বাস্তব জীবন থেকে নেওয়া.কারো জীবনের সাথে মিলে গেলে আমরা দ্বায়ী না । ভিডিও গুলো মিনোদন হিসেবে দেখবেন সবাই। আপনাদের জন্য আজকের বিনোদন নিয়ে হাজির হয়েছি। বিনোদন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ধন্যবাদ।" অর্থ্যাৎ আলোচ্য ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ ভিডিওটি বাস্তব নয় বরং বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। একই দাবিতে ভিডিওটি ভারতে ছড়িয়ে পড়লে এটি যাচাই করে বিভ্রান্তিমূলক হিসেবে চিহ্নিত করেছে বুম লাইভ।
সুতরাং বিনোদনের উদ্দেশ্যে নিজের দাদার সাথে স্ত্রীর বিয়ে দেওয়ার সাজানো একটি ভিডিওকে বাস্তব বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।