মেট্রোরেলে দুই তরুণীর অস্বস্তিকর অঙ্গভঙ্গির ঘটনাটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, রং নিয়ে দুই তরুণীর অস্বস্তিকর অঙ্গভঙ্গির ভিডিওটি ভারতের দিল্লির মেট্রোরেলে ধারণ করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে মেট্রোরেলের ভিতরে দুই তরুণীর অস্বস্তিকর অঙ্গভঙ্গির একটি ভিডিও পোস্ট করে এটি বাংলাদেশের মেট্রোরেলের ঘটনা বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ মার্চ 'ভালবাসা কষ্টে কাঁদায়' নামের একটি ফেসবুক গ্রুপে 'আমার কথা' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বসন্ত এখন মেট্রোতে। এটাই বাংলাদেশ"। উক্ত রিল ভিডিওতে দুই তরুণীকে 'বসন্ত এসে গেছে' গানের সাথে আবির নিয়ে অস্বস্তিকর অঙ্গভঙ্গি করতে এবং একে অপরকে রং মাখিয়ে দিতে দেখা যায়। রিল ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের দিল্লির মেট্রোরেল থেকে ধারণ করা হয়েছে।
মেট্রোরেলে দুই তরুণীর নাচের সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের ওয়েবসাইটে গত ২৩ মার্চ "Viral Video: Holi Celebration By 2 Women In Delhi Metro Sparks Outrage Among Netizens" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "দিল্লির একটি মেট্রো কোচের মধ্যে রং নিয়ে হিন্দু ধর্মীয় উৎসব হোলি খেলায় মেতে উঠা দুই তরুণীর ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। ২৩ মার্চ শেয়ার করা ওই ফুটেজটিতে ব্যবহারকারীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অনেকে দুই নারীর আচরণে অস্বস্তিও প্রকাশ করেছেন। (অনূদিত)"। প্রতিবেদনটিতে যুক্ত একাধিক ছবি ও আলোচ্য পোস্টের ভিডিওটি একই ঘটনার। স্ক্রিনশট দেখুন--
একইভাবে আরো সার্চ করে ভারতেরই আরেকটি গণমাধ্যম টাইমস নাউ'য়ে গত ২৩ মার্চ "Girls' Holi-Special 'Ang Laga De' Performance Goes Viral" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত একটি ভিডিও এবং আলোচ্য ভিডিওটি হুবহু এক। প্রতিবেদনটিতে বলা হয়, ২৫ মার্চ হোলি উৎসবকে সামনে রেখে দিল্লীর পিংক লাইন মেট্রোতে দুই তরুণীর নাচ ভাইরাল হয়েছে। হিন্দি 'আঙ্গ লাগা দে রে' গানে মজলিশ পার্ক ও শিব বিহার স্টেশনের মাঝামাঝি স্থানে ওই ভিডিওটি করা হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন, আনন্দবাজার পত্রিকা অনলাইন ও ইন্ডিয়া ডট কমের ওয়েবসাইটেও একই সংবাদ একই তথ্য'সহ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ মেট্রোরেলে রং নিয়ে দুই তরুণীর আস্বস্তিকর অঙ্গভঙ্গির ভিডিওটি বাংলাদেশের নয়। 'বসন্ত এসে গেছে' গানে নয় বরং 'আঙ্গ লাগা দে রে' গানের আবহে দিল্লির পিংক লাইন মেট্রোরেলে অরিজিনাল ভিডিওটি ধারণ করা হয়। উক্ত ভিডিওটিকে এডিট করে পরে আবহে 'বসন্ত এসে গেছে' গান জুড়ে দিয়ে এটি বাংলাদেশের মেট্রোরেলের দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং ভারতের মেট্রোরেলে ধারণকৃত দুই তরুণীর রং নিয়ে খেলার ভিডিওকে বাংলাদেশের মেট্রোরেলের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।