প্রধানমন্ত্রীর ভিডিওতে 'ভুয়া ভুয়া' স্লোগান যুক্ত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিওর আবহে ভিন্ন অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে সাধারণ জনগণ 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দিয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৩ নভেম্বর 'Alauddin Ahmed Jcd' নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি ভিডিও রিল আকারে পোস্ট করা হয়। রিল ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "মদিনায় শেখ হাসিনাকে দেখে জনতার ভুয়া ভুয়া স্লোগান"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটিতে এডিট করে আবহে 'ভুয়া ভুয়া' স্লোগান যুক্ত করা হয়েছে। প্রকৃত ভিডিওতে এমন কোনো স্লোগান দিতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বিডি টোয়েন্টিফোর রিপোর্টের ওয়েবসাইটে গত ৫ নভেম্বর "মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটিতে দেখানো পোশাকের মত পোশাক পরা এবং আলোচ্য ভিডিওতে দেখানো ভঙ্গিতেই হাত উঠিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি থেকে জানা যায়, 'ইসলামে নারী' বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান উপলক্ষে ওইদিন (৫ নভেম্বর) সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ ছবিটি গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় পৌঁছলে ধারণ করা হয়েছে বলে ধারণা করা যায়। স্ক্রিনশট দেখুন--
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে আরো সার্চ করে চ্যানেল টোয়েন্টিফোরের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে "প্রধানমন্ত্রী সৌদি আরব মদিনা হিলটন হোটেলে পৌঁছেছেন | PM | Sheikh Hasina | Shorts" শিরোনামে একটি শর্টভিডিও খুঁজে পাওয়া যায়। ২১ সেকেন্ডের ওই শর্টভিডিওটি আলোচ্য ভিডিওটিরই ভিন্ন দিক থেকে ধারণ করা একটি ভার্সন। সম্পূর্ণ ভিডিওটি দেখে বোঝা যায়, ভিডিওটির কোথাও 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেওয়া হয়নি। তবে, আশেপাশে অনেক মানুষের কণ্ঠ এবং তাদের কয়েকজনকে "নেত্রী আপনার সাক্ষাৎ চাই/ আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে" ইত্যাদি দাবি করে চিৎকার করে কথা বলতে শোনা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব গত নভেম্বর মাসের ৬ থেকে ৮ নভেম্বর 'ইসলামে নারী' বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। উক্ত সম্মেলনে যুক্ত হতে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জেদ্দার হোটেল হিল্টনে ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবিষয়ে আরো সংবাদ দেখুন এখানে, এখানে ও এখানে।
অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠিত নারীবিষয়ক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সৌদি আরব যান এবং সেখানকার হোটেল হিল্টনে অবস্থান করেন। হোটেল হিল্টনে প্রবেশের সময়ে ধারণ করা তার একটি ভিডিওতে ভিন্ন অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে অডিওটির সোর্স নানাভাবে সার্চ করেও সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং মদিনার হোটেলের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে জনতার 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়ার যে ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে, তা এডিটেড ও বিভ্রান্তিকর।