ভারতে চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার ভিডিওটি স্ক্রিপটেড
বুম বাংলাদেশ দেখেছে, ভারতে চিকিৎসা নিতে গিয়ে এক যুবককে হেনস্তা করার যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশি এক যুবক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২ ডিসেম্বর 'News Vision' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, “#ভারতে বাবার #চিকিৎসা করাতে গিয়ে #হেনস্তার শিকার #বাংলাদেশী যুবক। #NewsVideo #NewsUpdate #international #india #WestBengal #Dhaka #Bangladesh #youngmen.” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে এক বাংলাদেশি যুবকের হেনস্তার শিকার হওয়ার ঘটনাটি বাস্তব নয়; বরং এটি একটি স্ক্রিপটেড ভিডিও। এমনকি কোনো গণমাধ্যমেও সম্প্রতি এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
কি ওয়ার্ড সার্চ করে 'Md Kamrul Hasan Bhuiyan' নামের একটি ফেসবুক আইডি থেকে ১০ মিনিট ২৫ সেকেন্ডের একটি পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ২৬ সেকেন্ডে ডিসক্লেইমার দিয়ে বলা হয়, ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো ব্যাক্তিকে আঘাত করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। স্ক্রিনশট দেখুন--
ওই পোস্টকৃত ভিডিওটির সিজে কার্টেসি হিসেবে বিনোদনের জন্য তৈরি উল্লেখ করা হয়েছে এবং 'Team Uncut' ওয়াটার মার্ক লক্ষ্য করা যায়। যদিও 'Team Uncut' পেজে এমন কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি। তবে এই পেজে আরো ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে, একই রকম ব্যক্তিরা অভিনয় করছেন এবং সেখানেও বিনোদনের উদ্দেশ্যে তৈরি এমন ডিসক্লেইমার দেওয়া আছে।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশি কোনো নাগরিকের হেনস্তার খবর খুঁজে পাওয়া যায়নি। তবে, "ভারতে চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশি: ভাইরাল ভিডিওটির সত্যিটা জানুন" শিরোনামে আজকের পত্রিকার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘আনকাট (Team Uncut) নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য সর্বপ্রথম প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি চার দিন আগে পেজটিতে পোস্ট করা হয়। প্রচারিত ভিডিওটি সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পেজটি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।’ হেনস্তার শিকার যুবকটি বাংলাদেশি নাগরিক নন বলেও প্রতিবেদনটিতে দাবি করা হয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি যুবকের হেনস্তার শিকার হওয়ার ভিডিওটি স্ক্রিপটেড, যা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে।
সুতরাং, ভারতে বাংলাদেশি যুবকের হেনস্তার শিকার দাবিতে একটি বিনোদনমূলক স্ক্রিপটেড ভিডিও পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।