সাংস্কৃতিক উৎসবের ভিডিওকে কাতার বিশ্বকাপের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি কাতারে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক উৎসবের ভিডিও, ফুটবল বিশ্বকাপের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বাংলাদেশকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের এই তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরকম কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ নভেম্বর 'The Bangladesh Today' নামের অনলাইন পত্রিকার পেজ থেকে এমন একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ কে বিশ্ববাসীর কাছে সুন্দর ভাবে পরিচয় করালো কাতার"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশকে নিয়ে তৈরি তথ্যচিত্রটি প্রদর্শনের সাথে কাতারের ফুটবল বিশ্বকাপের কোন সম্পর্ক নেই। ভিডিওটি কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্টসের উদ্যোগে আয়োজিত দশ দিনব্যাপী 'Community Days Festival'-এ বাংলাদেশের তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার সময় ধারণকৃত।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফ্ল্যাগ প্লাজা নামক কোনো স্থানে ভিডিওটি 'Years of Culture' শিরোনামে প্রদর্শিত হতে দেখা যায়। এর ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে কাতারভিত্তিক অনলাইন পোর্টাল কাতার ট্রিবিউনে গত ১৮ অক্টোবর প্রকাশিত "Thousands celebrate cultures with Community Days Fest at Flag Plaza" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, কাতারের নবনির্মত ফ্ল্যাগ প্লাজায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী 'Community Days Festival'-এ ৩৩ টি দেশ ও কয়েক হাজার অতিথি অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও দৃশ্যপট তুলে ধরা হয়। কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্টের সহায়তায় প্রতিষ্ঠানটির দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 'Years of Culture' শিরোনামে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে অনুষ্ঠানটি হয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনটির বিস্তারিত অংশে, কোন কোন দেশ কি ধরণের পারফরম্যান্স করেছে তা উল্লেখ করা হয়, অংশগ্রহণ করা ৩৩টি দেশের দূতাবাসের পক্ষ থেকে লাইভ পারফরম্যান্স করেছে। এর বাইরে বাংলাদেশ সহ ৫৬ টি দেশ তাদের নিজ নিজ দেশের উপর নির্মিত ফিচার ভিডিও প্রদর্শিত করে। কাতার ট্রিবিউনের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে, "thepeninsulaqatar.com" নামে একটি অনলাইন পোর্টালে "New community space Flag Plaza opened along Corniche" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের ইসলামিক আর্টস মিউজিয়ামের দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সহায়তায় আন্তঃসাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে ফ্ল্যাগ প্লাজার উদ্বোধন করা হয়। ফ্ল্যাগ প্লাজাকে বহুজাতীয় সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসেবে বিবেচনা করছে কাতার। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ কাতারের ফ্ল্যাগ প্লাজায় অনুষ্ঠিত দশ দিনব্যাপী 'Community Days Festival'-এ বাংলাদেশের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের ভিডিওকে কাতার বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শিত বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।