ভিডিওটি সবচেয়ে লম্বা হাতওয়ালা ব্যক্তির নয়
বুম বাংলাদেশ দেখেছে, এডাম ম্যালকম নামের এক ব্যক্তি মজাচ্ছলে নকল হাত লাগিয়ে এই ভিডিওটি ধারণ করে টুইটারে পোস্ট করেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে দৃশ্যত লম্বা হাতবিশিষ্ট এক ব্যক্তির ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সবচেয়ে বড় হাতওয়ালা ব্যক্তির। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২০ ফেব্রুয়ারি 'MahAmud ParveZ' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি রিলস ভিডিও পোস্ট করে লেখা হয়, "সবচেয়ে বড় হাতওয়ালা মানুষ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এডাম ম্যালকর নামে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একজন সংগীতশিল্পী মজাচ্ছলে নকল হাত লাগিয়ে এই ভিডিওটি ধারণ করে নিজের টুইটার একাউন্টে পোস্ট করেন।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে Adam Melchor নামে একটি ভেরিফায়েড টুইটার একাউন্টে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটিতে ভিডিওতে দেখানো ব্যক্তিরই কিছু স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। টুইটারের এবাউট সেকশন থেকে জানা যায়, ওই ব্যক্তি একজন সঙ্গীতশিল্পী। টুইটার পোস্টে তিনি লেখেন, "if anyone wants to do anything with these for meme monday go ahead" এর বঙ্গানুবাদ দাঁড়ায়, কেউ যদি এর মাধ্যমে কোনো কিছু করতে চাও মিম বানাতে তাইলে চলে এসো। অর্থাৎ মজাচ্ছলে তিনি এটি করেছেন। টুইটার পোস্টটি দেখুন--
অনুসন্ধান করে ওই ব্যক্তির টুইটার একাউন্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, "my funny bone grew"। অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে তিনি মজাচ্ছলেই এটি করেছেন। টুইটার পোস্টটি দেখুন--
এছাড়াও, ওই ব্যক্তির ইন্সটাগ্রাম একাউন্টে গিয়েও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এখানেও তিনি লেখেন, "my funny bone is growing"। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
Adam Melchor নামের ওই ব্যক্তির ভেরিফায়েড ফেসবুক এবং ইউটিউব একাউন্টে গিয়েও দেখা যায়, আলোচ্য ভিডিওর ব্যক্তি একই ব্যক্তি। তবে, তার হাতের আকৃতি ভিডিওর আকৃতির মত নয়। মূলত নকল হাত লাগিয়েই তিনি ওই ভিডিওটি ধারণ করেছেন। নকল হাত লাগিয়ে তৈরি করা ভিডিও থেকে নেওয়া ছবি এবং স্বাভাবিক হাত নিয়ে তোলা একটি ছবি পাশাপাশি দেখুন--
এদিকে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, বিশ্বের সবচেয়ে লম্বা হাতবিশিষ্ট ব্যক্তি হলেন তুরস্কের সুলতান কোসেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই আলোচ্য ভিডিওর ব্যক্তি বিশ্বের সবচেয়ে লম্বা হাতওয়ালা ব্যক্তি নন। বরং বিশ্বের সবচেয়ে দীর্ঘ হাতওয়ালা ব্যক্তি তুরস্কের সুলতান কোসেন।
এছাড়া, এডাম ম্যালকরের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয়েছে, প্রয়োজনীয় তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
সুতরাং নকল হাত লাগিয়ে মজাচ্ছলে তৈরি করা এক ব্যক্তির ভিডিওকে সবচেয়ে বড় হাতবিশিষ্ট ব্যক্তি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।