ভিডিওটি কাতারে ফুটবল বিশ্বকাপের গেইট খোলার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গত ২০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত 'দুবাই রান-২০২২' এর একটি মুহুর্তের।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি কাতার বিশ্বকাপের গেইট খোলার পরের দৃশ্য। ভিডিওটিতে বিপুল সংখ্যক মানুষকে দৌড় শুরু করতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ নভেম্বর 'والي محمد معصومi" নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "কাতার দোহা স্টেডিয়ামের গেইট খোলার পর"।স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। এটি কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের নয় বরং দুবাইয়ের দৌড় প্রতিযোগিতার ভিডিও।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, 'onemillion' নামের একটি ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও সেকশনে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ২০ নভেম্বর আপলোড করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে "Dubai Run 2022 breaks records, More than 193,000 participants #dubairun #running"। স্ক্রিনশট দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম Asian Lite-এ এই আনন্দ দৌড় (Fun Run) প্রতিযোগিতা নিয়ে "Hamdan leads record-breaking Dubai Run" শিরোনামে গত ২১ নভেম্বর প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এই প্রতিযোগিতাটি দুবাই রান (Dubai Run) নামে পরিচিত। বর্তমানে এর চতুর্থ এডিশন চলছে। মূলত দুবাই রান (Dubai Run) প্রতিযোগিতাটি দুবাই ফিটনেস চ্যালেঞ্জের ফ্ল্যাগশিপ ইভেন্টের অংশ হিসাবে আয়োজিত হয়। এশিয়ান লাইটের প্রতিবেদনে প্রতিযোগিতার গেটের সাথে আলোচ্য ভিডিওতে দৃশ্যমান গেটের তুলনা দেখুন--
গালফ নিউজে প্রকাশিত তথ্য মতে, এবারের আনন্দ দৌড় প্রতিযোগিতায় রেকর্ড ১ লক্ষ ৯৩ হাজার এরও বেশি মানুষ একসাথে দৌড়েছেন।
অর্থাৎ ভিডিওটি কাতার বিশ্বকাপের কোনো স্টেডিয়ামের গেইট খোলার দৃশ্য নয়।
সুতরাং দুবাইয়ের দৌড়ের ভিডিওকে কাতার বিশ্বকাপের গেইট খোলার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।