ভিডিওটি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহুর্তের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গত জানুয়ারিতে ফিরোজকোহ শহরে নিমরৌদ বাঁধ পরিদর্শনকালে হেলিকপ্টারের মধ্যে ধারণ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপ থেকে কয়েকটি ছবিসহ ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে বসে থাকা একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দাবি করে বলা হচ্ছে, ভিডিওটি হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার আগমুহুর্তে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ মে 'এম মামুন' নামক একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, "হেলিকপ্টার দুর্ঘ'টনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান নি'হ'ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী বিশ্ব হারালো এক শক্তিশালী নেতা। এই ভিডিওটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ধারণ করা শেষ ভিডিও।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টে যুক্ত ভিডিওটির স্ক্রিনশট দেখুন আলাদাভাবে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগমুহুর্তে ধারণ করা হয়নি। বরং গত জানুয়ারিতে প্রেসিডেন্ট রাইসি দেশটির ফিরোজকোহ শহরের নিমরৌদ বাঁধ পরিদর্শন করার সময়ে হেলিকপ্টারের মধ্যে ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওটির থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জর্ডান ভিত্তিক ফ্যাক্ট চেক সংস্থা 'Misbar' এ "This Video Predates The Recent Helicopter Incident Involving The Iranian President" শিরোনামের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ভিডিওটি মূলত ২০২৪ সালের জানুয়ারি মাসে ধারণ করা হয়। এটি ধারণ করে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA)। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির ফিরোজকোহ শহরের নিমরৌদ বাঁধ পরিদর্শন করতে গিয়ে হেলিকপ্টারের মধ্যে এটি ধারণ করা হয়। যেখান থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে সম্প্রতি রাইসিকে বহণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ (خبرگزاری ایرنا) এর এক্স (সাবেক টুইটার) একাউন্টের ১৮ জানুয়ারি, ২০২৪ সালের একটি ভিডিওর স্ক্রিনশট উল্লেখ করা হয়। তার সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে বার্তা সংস্থা আইআরএনএ (خبرگزاری ایرنا) এর একাউন্টে গিয়ে আলোচ্য পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে একটি হেলিকপ্টারের মধ্যে ইব্রাহিম রাইসিকে বহণ করার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে উল্লেখ করা হয়, সকালে রাষ্ট্রপতি ফিরোজকোহ শহরের নিমরৌদ বাঁধ পরিদর্শন করেন। পোস্টটি দেখুন--
ইরানের প্রেসিডেন্টের ফিরোজকোহ শহরের নিমরৌদ বাঁধ পরিদর্শন সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে IRNA এর ওয়েবসাইটে "رئیس جمهور از مراحل پایانی احداث سد «نمرود» بازدید کرد" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফার্সি ভাষা থেকে অনুবাদ করে জানা যায়, নিমরৌদ বাঁধ নির্মাণের অগ্রগতি দেখতে তেহরান প্রদেশের ফিরোজকোহ শহরে পরিদর্শন করছিলেন রাইসি। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার আগমুহূর্তে ধারণ করা নয় বরং ভিডিওটি কয়েক মাস পুরোনো।
সুতরাং ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে চড়ার পুরোনো ভিডিও দিয়ে, এটি তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।
Editor's Note: প্রিয় পাঠক, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এতে ক্লেইম বাছাই সংক্রান্ত ত্রুটি পরিলক্ষিত হয়, এর ভিত্তিতে ৫ জুন ২০২৪ তারিখে প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি।