ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের নয়
বুম বাংলাদেশ দেখেছে, এটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে এক টর্নেডোর সময় ধারণ করা হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি গতকাল বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানা ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য। ভিডিওতে প্রবল বেগে ঝড়ে গাছপালা উড়ে যেতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ মে 'Voice Of Bangladesh' নামের একটি ফেসবুক আইডি এমন একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, "ঘুর্ণিঝড় মোখা, চলছে তান্ডব।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। ভিডিওটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে এক টর্নেডোর সময় ধারণ করা হয়েছিল।
ভিডিও থেকে কি- ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, 'D. McGowan' নামের একটি ইউটিব চ্যানেলে মূল ভিডিওটি ( ৪ মিনিট ৩৪ সেকেন্ড থেকে) খুঁজে পাওয়া যায়, যা আপলোড করা হয়েছিল ২০১৬ সালের ১৯ মে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “100 YARDS AWAY VIOLENT STOVEPIPE EF-4 TORNADO - near Katie - Wynnewood, OK - May 9, 2016”। ভিডিওর বিবরণে উল্লেখ করা হয়েছে, ড্যারিন ব্রুনিন ও ডিক ম্যাকগাভান নামে দুই ব্যক্তি টর্নেডোর এই ভিডিওটি ধারণ করেছেন।
ইউটিউবে পাওয়া ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং ফেসবুকের প্রচারিত ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশট (ডানে) এর মধ্যে পাশাপাশি তুলনা দেখুন--
এছাড়া, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজেও ২০১৬ সালের ৯ মে এই টর্নেডোর ক্ষয়ক্ষতি সম্পর্কিত সংবাদ প্রকাশিত হতে দেখা যায়।
অর্থাৎ ভিডিওটি গতকাল বাংলাদেশ ও মায়ানমারে আঘাত হানা ঘূর্ণিঝড় মোখার নয় বরং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের উইনউড শহরে ২০১৬ সালে আঘাত হানা টর্নেডোর ভিডিও এটি।
সুতরাং যুক্তরাষ্ট্রের উইনউড শহরে আঘাত হানা টর্নেডোর একটি পুরোনো ভিডিওকে গতকালের ঘূর্ণিঝড় মোখার বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।