ভিডিওটি মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত সরকারি বাহিনীর হেলিকপ্টারের ভিডিও এটি।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে আকাশ থেকে বিধ্বস্ত হওয়ার সময়ের একটি হেলিকপ্টারের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিও। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ সেপ্টেম্বর ''KhoborE24" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "যেভাবে মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হলো!" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ২০২০ সালে সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত হওয়া সিরিয়ার সামরিক বাহিনীর হেলিকপ্টারের ভিডিও এটি।
ভিডিওটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ পদ্ধতিতে সার্চ করলে, ব্রিটিশ টেলিভিশন চ্যানেল Sky News এর অনলাইনে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে ক্লিপটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি সিরিয়ার সামরিক বাহিনীর, যেটি সিরিয়ার ইদলিব শহরের কাছে বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হয়। স্ক্রিনশট দেখুন--
এর সূত্রধরে সার্চ করার পর, ব্রিটেনের গণমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' এর ইউটিউব চ্যানেলেও একইদিনে আপলোড করা আলোচ্য ভিডিওটির অন্য একটি ভার্সন খুঁজে পাওয়া গেছে। ইউটিউব ভিডিওটির শিরোনাম ও বর্ণনা থেকে জানা যায়, ধারণা করা হচ্ছে তুরস্কের সাহায্যকৃত অস্ত্রের মাধ্যমে ইদলিবের বিদ্রোহীরা সিরিয় বিমান বাহিনীর এই বিমানটি ভূপাতিত করেছিল। দেখুন ভিডিওটি--
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় এবং মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনারও নয়।
একাধিক সার্চ করার পর চলতি মাসে মিয়ানমারের সামরিক কোনো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর খুঁজেও পাওয়া যায়নি।
সুতরাং ২০২০ সালে সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের হামলায় ভূপাতিত সিরিয়ার বিমান বাহিনীর হেলিকপ্টারের ভিডিওকে মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।