ভিডিওটি বাংলাদেশে মহিলালীগ নেত্রীকে যুবদল কর্মীর পেটানোর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের জম্মুর একটি ঘটনার ভিডিওকে মহিলা লীগ নেত্রীকে যুবদল কর্মীর পেটানোর বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে এক ব্যক্তি একজন মহিলাকে পেটানোর ঘটনার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, যুব মহিলা লীগের এক নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মী নির্মমভাবে পেটাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ মার্চ ‘সত্যের কথা বলি’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এইমাত্র জানা গেলো যুব মহিলালীগের নেত্রীকে বাসায় গিয়ে হাড়গোড় ভে-ঙ্গে দিয়েছে যুবদলের এক দুর্ধর্ষ ক্যাডার। আল্লাহর কাছে বিচার দিলাম। একদিন এর কঠিন বিচার হবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি যুব মহিলা লীগের কোনো নেত্রীকে তার নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মীর নির্মমভাবে পেটানোর ঘটনার নয়; এটি মূলত ভারতের জম্মুতে এক ব্যক্তির স্ত্রীকে পেটানোর ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “लाठी से पत्नी को पीटता रहा हैवान पति, चिल्लाती रही लड़की; पुलिस तक पहुंचा वीडियो और…” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম ‘news 24 online’ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০ মার্চ প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচ্য ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী ও মধ্য বয়সী পুরুষ, তাঁদের পোশাক, ঘরের অবস্থানের মিল পাওয়া যায়। হিন্দি ভাষায় লিখিত প্রতিবেদনটির অনুবাদ করে জানা যায়, ভারতের জম্মু ও কাশ্মীরের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানোর ভিডিও পাওয়া যায়। পরে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। স্ক্রিনশট দেখুন--
নিচে মহিলা লীগ নেত্রীকে মারধর দাবিতে প্রচারিত আলোচ্য ভিডিওটির স্ক্রিনশট (বামে) এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘news 24 online’ প্রকাশিত প্রতিবেদনের ছবি (ডানে) দেখুন পাশাপাশি--
রিভার্স ইমেজ সার্চ করে “Jammu Man Arrested After Video of Him Brutally Beating Wife Goes Viral” শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম ‘Republic’ এর এক্স একাউন্টে একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “Jammu Man Arrested After Video of Him Brutally Beating Wife Goes Viral” শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম ‘রিপাবলিকে’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১৯ মার্চ প্রকাশিত প্রতিবেদনে ভাইরাল ভিডিওটিও প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের জম্মুর আম্বঘরোটা এলাকার। ভিডিও দৃশ্যত সাদাক হুসেন তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছিলেন। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত সাদাক হুসেনকে গ্রেপ্তার করে। স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম “Man Arrested For Brutally Attacking Wife With Stick And Axe In Jammu” শিরোনামে ‘ETV Bharat’ তে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশে যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের এক কর্মীর পেটানোর নয় বরং এটি ভারতের জম্মুতে এক ব্যক্তির স্ত্রীকে পেটানোর।
সুতরাং ভারতের ভিন্ন একটি ঘটনার ভিডিও পোস্ট করে বাংলাদেশে যুব মহিলা লীগের এক নেত্রীকে যুবদল কর্মীর পেটানোর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।