ভিডিওটি কোকাকোলা বয়কটের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালের নভেম্বরে বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপন লাগানো একটি স্থানে ভাঙচুরের ভিডিও পোস্ট করে এটি কোকাকোলা বয়কটের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১১ জুন 'Mizanur Rahman A' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "এটা দেখে আমার অনেক ভালো লাগলো মাশাল্লাহ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা"। ভিডিওটিতে কোকাকোলার বিজ্ঞাপন লাগানো একটি স্থানে কয়েকজন ব্যক্তিকে ভাঙচুর ও মারামারি করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোমল পানীয় কোকাকোলা বয়কটের নয়। বরং ২০২৩ সালের ৯ নভেম্বর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৩ সালের ৯ নভেম্বর "বগুড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, জেলা সভাপতিসহ আহত ১০" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে উক্ত ছবিটি ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৯ নভেম্বর "ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্র বগুড়া | Bogura News | Desh TV" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে করা কর্মসূচীতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। ভিডিও প্রতিবেদনটির ২৭ সেকেন্ড থেকে ভিন্ন একটি এঙ্গেল থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মত হুবহু দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওটিতে কোকাকোলার বিজ্ঞাপন লাগানো একটি ক্যান্টিনের ভিতরে এবং বাইরে মারামারি এবং ধাওয়া পালটা ধাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে বার্তাবাজার ডট কম নামে একটি অনলাইন পোর্টালেও একই সংবাদসহ আলোচ্য ভিডিওটির ধারণস্থল থেকে ধারণ করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়াও বগুড়া বুলেটিন নামে একটি ফেসবুক একাউন্টেও ২০২৩ সালের ৯ নভেম্বর একই দাবিসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। কোকাকোলা বয়কটের সাথে ভিডিওটির সম্পৃক্ততা নেই।
সুতরাং ভিন্ন ঘটনার একটি ভিডিওকে কোকাকোলা বয়কটের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।