তিতুমীর কলেজে সংঘর্ষের দাবি করে প্রচারিত ভিডিওটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলার সময়ে ধারণ করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি তিতুমীর কলেজে ঘটা সাম্প্রতিক সংঘর্ষের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ নভেম্বর 'বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "শহীদ তিতুমীর কলেজে শিক্ষার্থীদের সাথে সমন্বয়কদের তুমুল টি টোয়েন্টি শুরু হয়েছে।। সমন্বয়কদের কলেজ থেকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা !" ভিডিওটিতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৯ সালে ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে নিপীড়নবিরোধী আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায় ছাত্রলীগ। ওই হামলার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওটির উৎস জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালের ২২ জানুয়ারি 'আবু রায়হান খান' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে আপলোডকৃত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রথম অংশ! ২৩ জানুয়ারি ২০১৮, রেজিস্টার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়"। ফেসবুক পোস্টটি দেখুন--
ক্যাপশনে উল্লেখিত তারিখের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা বাংলা ট্রিবিউনের অনলাইন ভার্সনে ২০১৮ সালের ২৪ জানুয়ারি "বাম সংগঠনগুলোর মুখোমুখি ছাত্রলীগ" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও বামপন্থী প্রগতিশীল ছাত্রজোট। গত এক সপ্তাহ ধরে চলমান এই অস্থিরতা ‘লড়াইয়ে’ রূপ নেয় মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে। এদিন ঢাবির ভিসিকে আটকে রাখার অভিযোগ এনে তাকে ‘উদ্ধারে’ অভিযান চালায় ছাত্রলীগ। এসময় সংগঠনটির নেতাকর্মীদের মারধরে আন্দোলনরত বাম ছাত্রসংগঠনের কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হন।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও সম্প্রচার মাধ্যম এনটিভির অনলাইন ভার্সনেও একই ঘটনার একই তথ্যসহ প্রচারিত সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি তিতুমীর কলেজের সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে ঘটা কোনো সংঘর্ষের সময়ে ধারণকৃত নয়। বরং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সম্প্রতি সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা।
সুতরাং প্রায় ৬ বছরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।