নাচের ভিডিওটি শিবির নেতার নয় বরং পাকিস্তানি এক ব্যক্তির
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে নৃত্যরত ব্যক্তির নাম শাহবাজ এবং তিনি পাকিস্তানের বাসিন্দা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে এক ব্যক্তির নাচের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নৃত্যরত ব্যক্তি নীলফামারী জেলার সদর উপজেলার ছাত্রশিবিরের নেতা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ সেপ্টেম্বর "Mahathir Chowdhury" নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "এবার নীলফামারী সদর উপজেলা শিবির নেতার স্বাধীনতা উৎযাপনের ভিডিও ভাইরাল।" ভিডিওটিতে, শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তিকে নাচতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নীলফামারী সদর উপজেলার কোনো শিবির নেতার নাচের নয় বরং পাকিস্তানের মৌলভী শাহবাজ নামে এক ব্যক্তির নাচের ভিডিও এটি।
ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে 'Waqas Sonu' নামে একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে আলোচ্য ভিডিওটির ব্যক্তিকে নাচতে দেখা যায়। ভিডিওর ডেস্ক্রিপশনে ব্যক্তিটির নাম মৌলভী শাহবাজ বলে উল্লেখ করা হয়। ভিডিওটির ২ মিনিট ১০ সেকেন্ডে তাকে আলোচ্য ভিডিওটির মত নাচতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ দেখা যায়, চ্যানেলটি পাকিস্তান থেকে পরিচালিত হয় কিংবা পাকিস্তানের স্থানীয় ভাষাভাষী কেউ এটি পরিচালনা করে। চ্যানেলটিতে ওই একই ব্যক্তিকে বিভিন্ন গানে নাচতে দেখা যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টে যুক্ত ভিডিওটি বাংলাদেশের কোনো ব্যক্তির নয়। পাকিস্তানের শাহবাজ নামে এক ব্যক্তির নাচের ভিডিওকে বাংলাদেশের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের বলে দাবি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং পাকিস্তানের এক ব্যক্তির নাচের ভিডিওকে ছাত্রশিবিরের এক নেতার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।