ভিডিওটি বাংলাদেশের নতুন মাদ্রাসা শিক্ষা কারিকুলামের নয়
বুম বাংলাদেশ দেখেছে, একটি হিন্দি ছড়াতে ভারতীয় শিক্ষকদের নাচের ভিডিও পোস্ট করে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে নতুন মাদ্রাসা শিক্ষা কারিকুলাম দাবিতে একটি নাচের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৭ ডিসেম্বর '[Delowar Hossen' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে তাতে বলা হয়, "নতুন নিয়মে মাদ্রাসার শিক্ষা কারিকুলাম যারা বলছেন বাচ্চাদের মাদ্রাসায় পড়াবেন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। বরং এটি হিন্দি ছড়াতে শিক্ষকদের নাচের ভিডিও।
আলোচ্য ভিডিওর অডিওতে 'Upar Chanda Gol Gol' শব্দগুচ্ছ শোনা যায়। যা দিয়ে কি-ওয়ার্ড সার্চ করে 'NOORI ACADEMY' নামের একটি ইউটিউব চ্যানেলে "Upar Chanda Gol Gol || Ammi ki Roti Gol Gol || Kids Rhyme || Teacher Training ||اوپر چندہ گول گول" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ সালের ৩ এপ্রিল প্রকাশ করা হয়। ভিডিওটি দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে "Hyderabad Realtors, developer & Engineers' নামের একটি ফেসবুক পেজেও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে বাংলাদেশে নতুন নিয়মে মাদ্রাসার শিক্ষা কারিকুলাম নিয়ে প্রশিক্ষণ দেওয়ার দাবিতে পোস্ট করা ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটি মূলত Upar Chanda Gol Gol একটি হিন্দি ছড়া যা এই ভিডিওতে দেখানো আনন্দদায়ক স্টাইলে পড়ানো হয়ে থাকে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বাংলাদেশের নতুন মাদ্রাসা শিক্ষা কারিকুলাম দাবিতে প্রচার করা ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতে 'Upar Chanda Gol Gol' নামের একটি হিন্দি ছড়া পড়নোর ভিডিও।
সুতরাং একটি হিন্দি ছড়া আবৃত্তির ভিডিওকে ফেসবুকে বাংলাদেশের নতুন মাদ্রাসা শিক্ষা কারিকুলাম দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।