একাত্তরে তোলা ছবিকে সাতচল্লিশের দেশভাগের সময়ের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থীদের ট্রেনে ওঠার দৃশ্য, ১৯৪৭ সালে দেশভাগের সময়ের নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিতে দৃশ্যমান ট্রেনটি ১৯৪৭ এর দেশভাগের সময় ঢাকা থেকে কলকাতার দিকে যাত্রা করা শেষ ট্রেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১ আগস্ট "Hundred Years Of School (official group)" নামের একটি পাবলিক গ্রুপে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "১৯৪৭ এর দেশভাগের সময় ঢাকা থেকে কলকাতার "শেষ ট্রেন" !!" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিটি ১৯৪৭ সালে দেশভাগের সময় ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শেষ ট্রেনের নয় বরং ছবিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের শরণার্থীরা ভারতের পালিয়ে যাওয়ার সময়ে তোলা। ছবটি তুলেছেন ফরাসি আলোকচিত্রী রেমন্ড ডিপারডন।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট ফ্লিকারে খুঁজে পাওয়া যায়। বিখ্যাত ফরাসি আলোকচিত্রী রেমন্ড ডিপারডনের তোলা ২৩ টি ছবিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু চিত্র তুলে আনা হয়েছে। ওই ছবিগুলোর ভিতরে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি দেখুন--
আরো সার্চ করে, "historyimages.blogspot.com" নামের একটি ওয়েবসাইটে "AMAZING PICTURES: Painful birth of Bangladesh 1971" শিরোনামে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ছবির সংগ্রহের একটি লিঙ্কে গিয়ে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচ্য ছবিটির ব্যাপারে বলা হয়েছে, "People of east Pakistan flee from the Pakistani army oppression (পূর্ব-পাকিস্তানের জনগণ পাকিস্তানি আর্মির অত্যাচার থেকে বাঁচার জন্যে পালাচ্ছে)"। স্ক্রিনশট দেখুন--
আরো নিশ্চিত হওয়ার জন্য ছবিটি নিয়ে আরো সার্চ করে "The New Yorker" ম্যাগাজিনে ২০১৩ সালের সেপ্টেম্বরে "Unholy Alliances-Nixon, Kissinger, and the Bangladesh genocide" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোকচিত্রী রেমন্ড ডিপারডনের ক্রেডিট দিয়ে ছবিটি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়েছে, "১৯৭১ সালে পূর্ব-পাকিস্তানে যুদ্ধ চলাকালে প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) শরণার্থী ভারতে চলে যান।" (ইংরেজি থেকে বাংলায় অনুদিত)। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে তোলা একটি ছবিকে ১৯৪৭ সালে দেশভাগের সময়ে তোলা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা শেষ ট্রেনের ছবি বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।