বোর্ডের লেখাটি এডিট করে যুক্ত করা হয়েছে
বুম বাংলাদেশ দেখেছে, বোর্ডের 'বয়কট ইন্ডিয়ান পণ্য' লেখাটি এডিট করে আলোচ্য লেখাটি যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে দৃশ্যত একটি ভিডিওর স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে, যেখানে মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষক বোর্ডে লিখে শিক্ষার্থীদের শেখাচ্ছেন তারা বলাৎকারের শিকার হলে যেন ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চায়। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৯ এপ্রিল 'রুবাই রেনো' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে নিউজফীডে। এইটা আসলে কোন মাদ্রাসার ? মোল্লারে কি রৈদে ধর্ছে ??"। উক্ত ছবিটি দেখতে একটি ভিডিওর স্ক্রিনশটের মত দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মাদ্রাসার শ্রেণীকক্ষের বোর্ডে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক লিখেছেন, "বলাৎকার হলে ৯৯৯ এ ফোন দিতে হবে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মাদ্রাসার শ্রেণীকক্ষে পাঠদানের একটি ভিডিও থেকে নেয়া স্ক্রিনশটকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। মূল ভিডিওতে বোর্ডে লেখা ছিল 'বয়কট ইন্ডিয়ান পণ্য'।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ফেসবুকে 'রাজীব ভদ্র' নামের একটি অ্যাকাউন্টে গত ১৯ এপ্রিল "শুভকামনা রইলো.... এভাবেই একদিন ইন্ডিয়ান পণ্য বয়কট হবে" শিরোনামে প্রকাশিত মূল ভিডিও সহ একটি পোস্ট পাওয়া যায়। মূল ভিডিওতে দেখা যায়, ব্ল্যাক বোর্ডে 'বয়কট ইন্ডিয়ান পণ্য' লেখা রয়েছে। ভিডিওতে শিক্ষক ও শিক্ষার্থীদের একই লেখা পাঠ করতে শোনা গেছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকেও মূল ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। এতে বলা হয় ভিডিওটি বাংলাদেশের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি প্রতিষ্ঠানের ভিডিও। যদিও ভিডিওটি চাঁদপুরের কিনা তা আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ। আলোচ্য ছবিটি (বামে) ও ফেসবুকে পাওয়া মূল ভিডিও থেকে নেয়া স্ক্রিনশটের মধ্যে পাশপাশি তুলনা দেখুন--
অর্থাৎ শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ডে লেখা 'বয়কট ইন্ডিয়ান পণ্য' এর স্থলে এডিট করে 'বলাৎকার হলে ৯৯৯ এ ফোন দিতে হবে' লেখা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও'র স্ক্রিনশটকে এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
[ Editor's Note: শ্রেণিকক্ষে ব্ল্যাকবোর্ডে ভুল বানানে 'পন্য' লেখা থাকলেও বুম বাংলাদেশের প্রতিবেদনে শব্দটিকে সঠিক বানানে 'পণ্য' লেখা হয়েছে। ]