বন্যার স্রোতে টিকে থাকা মন্দিরটি সিলেট বা সুনামগঞ্জের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে দৃশ্যমান মন্দিরটি বাংলাদেশে নয় বরং ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কপিলমুনি নামক স্থানে অবস্থিত।
সামাজিক মাধ্যমে ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে লেখা হচ্ছে, সিলেট ও সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় হাজার হাজার ঘর-বাড়ি তলিয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বরের ঘর মন্দিরের কিছু হচ্ছে না। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ জুন 'Tito Karmokar' নামে একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, '★★হাজার হাজার ঘর-বাড়ি সিলেট-সুনামগঞ্জে নদীর জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ঘর(মন্দির) এখনো মাথা উচু করে দাড়িয়ে আছে★★
🚩🔱হর হর মহাদেব🔱🚩'। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওর মন্দিরটি বাংলাদেশের সিলেট বা সুনামগঞ্জে অবস্থিত নয় বরং ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে কালিসিন্ধি নদীর তীরে কপিলমুনি নামক স্থানে অবস্থিত। মন্দিরটি শনিমন্দির বা শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত।
ভিডিওটি থেকে মন্দিরটির ছবিকে কি-ফ্রেম হিসেবে ধরে রিভার্স সার্চ করে ইউটিউবে "KucH_Co_IN" নামের একটি চ্যানেলে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর 'SARANGPUR -श्री कपिलेश्वर मंदिर सारंगपुर' (স্বয়ংক্রিয় অনুবাদ- Shri Kapileshwar Temple Sarangpur) শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিওটির সাথে আলোচ্য ফেসবুক পোস্টে থাকা ভিডিওটির সাউন্ডসহ হুবহু মিল রয়েছে। শিরোনামেই মন্দিরটির নাম বলা হয়েছে শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দির। ভিডিওটির ডেস্ক্রিপশনে মন্দিরটির অবস্থান লেখা আছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজগড়ের তেহসিল শহরে অবস্থিত কপিলমুনিতে মন্দিরটি অবস্থিত। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো নিশ্চিত হতে উপরের ইউটিউব লিংকে দেয়া মন্দিরটির নাম ধরে সার্চ করলে 'Tour by balram varma' নামের আরেকটি ইউটিউব চ্যানেলে 'kapileshwar mahadev mandir|| श्री कपिलेश्वर महादेव मंदिर सारंगपुर|| sarangpur||rajgarh||Mp|शनिमंदिर' (স্বয়ংক্রিয় অনুবাদ- kapileshwar mahadev mandir|| Shri Kapileshwar Mahadev Temple Sarangpur|| sarangpur|| rajgarh|| Mp| Shanimandir) শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৪ মিনিট থকে আলোচ্য ভিডিওটির মন্দিরটি দেখানো শুরু হয়। ভিডিওটিতে বন্যার আগে বা পরে মন্দিরটি দেখতে কেমন সেটি দেখানো হয়েছে এবং মন্দিরটিকে শনিমন্দির ও শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দির হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ডেসক্রিপশনে লেখা হয়েছে, মন্দিরটি কালিসিন্ধি নদীর তীরে অবস্থিত। ইউটিউব ভিডিওটি দেখুন--
এদিকে আরো সার্চ করে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কপিলেশ্বর মন্দিরটি এই রাজ্যের রাজগড় জেলায় অবস্থিত। ওয়েবসাইটটিতে মন্দিরটির ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ আলোচ্য ভিডিওতে দৃশ্যমান মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রী কপিলেশ্বর মহাদেব মন্দির বা শনি মন্দির।
সুতরাং ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি মন্দিরকে বাংলাদেশের সিলেট বা সুনামগঞ্জের বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।