দুবাইয়ে উদ্বোধন করা মন্দিরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির নয়
বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি দুবাইয়ে হিন্দুধর্মাবলম্বীদের জন্য উদ্বোধন করা মন্দিরটি দুবাইয়ের দ্বিতীয় হিন্দু মন্দির।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি মন্দিরের ছবি ও ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, দুবাইতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির উদ্বোধন করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ অক্টোবর "Rafiq Raj" নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "দুবাই তে উদ্বোধন করা হলো পৃথিবীর ২য় বৃহত্তম মন্দির! প্রতিটা মুসলিম রাস্ট্র যেনো অন্যান্য ধর্মকে শ্রেষ্ঠ প্রমান করার ডিলারশীপ নিয়েছে! বিশেষ করে সৌদি, কাতার,দুবাই,বাহরাইন ইত্যাদি! কাঁদো মুসলিম কাঁদো!😢😢😢"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি দুবাইয়ে হিন্দুধর্মাবলম্বীদের জন্য উদ্বোধন করা মন্দিরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির নয় বরং মন্দিরটি দুবাইয়ে দ্বিতীয়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বহুল প্রচারিত ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত গালফ নিউজের ওয়েবসাইটে "Dubai's new Hindu temple in Jebel Ali officially opens" শিরোনামে একটি প্রতিবেদনে ওই ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, দুবাইয়ের জেবেল আলী নামক স্থানে ওই মন্দিরটি স্থাপন করা হয়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে varthabharati নামে কর্ণাটকভিত্তিক একটি পত্রিকায় গত ৫ অক্টোবর "UAE's second Hindu temple inaugurated in Dubai" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, দুবাইয়ে আরব আমিরাতে হিন্দুধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় মন্দির উদ্বোধন করা হয়েছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ৬ অক্টোবর "Hindu temple built in Dubai at a cost of $16 million; open for all faiths" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত মন্দিরটি ৭০,০০০ স্কয়ার ফিটের উপরে স্থাপন করা হয়েছে। ৭০,০০০ স্কয়ার ফিট অর্থ্যাৎ ১.৬০৭ একর আয়তনের (গাণিতিক রূপান্তর) ওই মন্দিরটি জেবেল আলীতে গুরু নানক দরবারের কাছে তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
নব্যস্থাপিত এই মন্দিরটির বৈশ্বিকভাবে আকারগতভাবে শীর্ষস্থানীয় কি না সেটি জানতে সার্চ করে ব্লগসাইট namasteindiatrip.com-এ "Top 30 Largest Hindu Temples in the World" শিরোনামে একটি ব্লগ খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আকৃতিতে বিশ্বের শীর্ষস্থানে আছে, নেপালের পশুপতিনাথ মন্দির এবং দ্বিতীয় অবস্থানে আছে কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির। তবে, বিশ্বের সবচেয়ে বড় ৩০ টি মন্দিরের তালিকায় দুবাইয়ের কোনো মন্দিরের নাম উল্লেখিত হয়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও hindutsav.com নামে আরেকটি ওয়েবসাইটে "10 World's Largest Hindu Temples" শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় মন্দিরটির নাম আঙ্কর ওয়াট যা কম্বোডিয়ায় অবস্থিত এবং মন্দিরটির আয়তন প্রায় ৫০০ একর। অন্যদিকে, দুবাইয়ে সম্প্রতি উদ্বোধন হওয়া মন্দিরটির আয়তন হলো মাত্র ১.৬০৭ একর। এছাড়া, ওই প্রতিবেদনে উল্লেখিত মোট ১০টি মন্দিরের ভিতরে দশম মন্দিরটির আয়তন প্রায় ১৫ একর। তাই, দুবাইয়ে অবস্থিত ১.৬০৭ একর আয়তনের মন্দিরটি বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকার কোনো সুযোগ নেই। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ দুবাইয়ে সম্প্রতি উদ্বোধন হওয়া দুবাইয়ের দ্বিতীয় হিন্দু মন্দিরকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।