গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে গাওয়া নয়
বুম বাংলাদেশ দেখেছে, গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নয় বরং প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী শান্তিদেব ঘোষের গাওয়া।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি গানের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কণ্ঠে গাওয়া। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ আগস্ট "Sujon Sarker" নামের একটি আইডি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি জনপ্রিয় গান "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"-এর ভিডিও শেয়ার দিয়ে বলা হয়, "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে..🌸💓🌸- কথিত আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কন্ঠে গাওয়া। যদিও আমি নিশ্চিত না, তবে এই গানটা আমার কাছে সেরার মধ্যেও সেরা একটি গান.!"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা জনপ্রিয় এই গানটির ভাইরাল এই ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষ।
গানটির কী-ওয়ার্ড সার্চ করে "saurav ganguly" নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১১ সালের ৪ জুন "jakhan porbe na mor.wmv" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে আরেকজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের সাথে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের একটি কথোপকথন চলতে দেখা যায়। ১১ মিনিট ২৫ সেকেন্ডের কথোপকথনের ওই ভিডিওর ৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে শিল্পী শান্তিদেবের কণ্ঠে গাওয়া "যখন পড়বে না মোর" গানটি চালু করা হয়। ওই গানের কণ্ঠ মিলিয়ে বোঝা যায় যে, আলোচ্য ভিডিওতে থাকা কণ্ঠস্বর আর ইউটিউব ভিডিওটিতে থাকা কণ্ঠস্বর একইজনের। অর্থ্যাৎ, ফেসবুকে ভাইরাল ভিডিওর কণ্ঠও মূলত শান্তিদেব ঘোষের। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে ইউটিউব ছাড়াও, একাধিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম গানা, জিওসাভান, স্পটিফাই ও সাজামে এই একই কণ্ঠে গাওয়া গানটি শান্তিদেব ঘোষের কণ্ঠে গাওয়া হিসেবে খুঁজে পাওয়া গেছে।
মূলত, শান্তিদেব ঘোষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি দীনেন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এবং স্বয়ং কবিগুরুর স্নেহধন্য। তিনি রবীন্দ্রচর্চার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত ও সাহিত্য জগতের এক তারকায় পরিণত হন। আলোচ্য ভিডিওর গানটি তাঁর কণ্ঠেই ধারণ করা হয়। "আনন্দেরই সাগর হতে" নামক এলবামে তার এই গানটি অন্তর্ভুক্ত ছিল।
অর্থ্যাৎ বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের গাওয়া গানকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কণ্ঠে গাওয়া বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।