পাপনকে নিয়ে প্রথম আলোর খবরের স্ক্রিনশটটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করা এরকম কোনো মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেনি প্রথম আলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি এবং গ্রুপ থেকে প্রথম আলোর খবরের একটি স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে, যেখানে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ইঙ্গিত দিয়ে খবরের শিরোনামে লেখা রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এদের মতো যন্ত্রণা আমার বউও আমাকে কোনোদিন দেয়নি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৯ সেপ্টেম্বর 'বইপোকা - Boipoka' নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি পোস্ট করে বলা হয়, "সাকিব তামিম ইস্যু নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি। বললেন, এদের মতো যন্ত্রণা আমার বউ ও আমাকে কোনোদিন দেয়নি। #প্রথমআলো"। আর স্ক্রিনশটে খবরটির শিরোনাম হিসেবেও একই কথা লেখা রয়েছে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের প্রথম আলোর খবরের স্ক্রিনশটের ছবি ও তথ্য ভুয়া। প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পোস্টটি নকল ও ভুয়া বলে পোস্ট করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আলোচ্য স্ক্রিনশটে উল্লেখিত মন্তব্য করেছেন কিনা তা জানতে, কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো সংবাদ প্রথম আলোর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ফেসবুক পেজে ভাইরাল হওয়া খবরের শিরোনামে কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি।
তবে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে স্ক্রিনশটটিকে মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য স্ক্রিনশটের ছবি ও তথ্য নকল বলে নিশ্চিত করা হয়েছে। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর ফেসবুক পেজে আলোচ্য সংবাদটির মত কোনো সংবাদ প্রচারিত হয়নি।
সুতরাং, প্রথম আলোর নাম ব্যবহার করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।