সাগরের পানিতে হাতির গোছলের দৃশ্যটি কক্সবাজারের নয়
বুম বাংলাদেশ দেখেছে, সাগরের পানিতে হাতির গোসল করা ও উচ্ছ্বাসের ভিডিওটি থাইল্যান্ডের একটি সমুদ্র সৈকতে ধারণ করা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে মনের আনন্দে গোসল করছে এক বন্য হাতি। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ জুলাই 'Cox Morning' নামে একটি ফেসবুক পেজ তাদের লোগো বসিয়ে একটি ভিডিও শেয়ার করে লেখে, "কক্সবাজার সমুদ্র সৈকতে মনের আনন্দে গোসল করছে এক বন্যহাতি।।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি কক্সবাজার সমুদ্র সৈকতে এক বন্য হাতির গোসল করার দৃশ্যের নয়। মূলত একটি হস্তীশাবকের সমুদ্রের পানিতে গোসল করার ওই ভিডিওটি ২০১১ সালে কিংবা তারও আগে থাইল্যান্ডের ফুকেত সমুদ্র সৈকতে ধারণ করা হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে সার্চ করে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত 'The Washington Post' পত্রিকায় ২০১৩ সালের ৭ মার্চ 'Baby elephant plays in the ocean'' শিরোনামে প্রকাশিত একটি ভিডিওসহ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি ইউটিউব থেকে এমবেডেড হওয়ায় সরাসরি ইউটিউবে ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইউটিউবে গিয়ে দেখা যায় ওই ভিডিওটির বর্ণনার অংশে লেখা রয়েছে, "Naughty baby elephant swam in the sea,Phuket-Thailand, before participating wedding ceremony." অর্থ্যাৎ থাইল্যান্ডের ফুকেত সমুদ্র সৈকতে ওই হস্তীশাবকটি গোসল করার সময়ে ভিডিওটি ধারণ করা হয়। The Washington Post -এর প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে যুক্ত করা ভিডিওটিতে দেখা যায়, ওই ভিডিওটি প্রকাশিত হয়েছে ২০১১ সালের ২১ এপ্রিল। ভিডিওটি দেখুন এখানে--
অর্থ্যাৎ অন্তত ১১ বছর আগে থাইল্যান্ডের ফুকেত সৈকতে হস্তীশাবকটির সমুদ্র স্নানের ওই ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং থাইল্যান্ডের ফুকেত সৈকতে হস্তীশাবকের গোছল ও উচ্ছ্বাসের ভিডিওকে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।