ইউক্রেনে রাশিয়ার পারমানবিক হামলার ভিত্তিহীন খবর সামাজিক মাধ্যমে
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওর শিরোনামে ভিত্তিহীন তথ্য দেয়া হলেও খবরের ভিতরের অংশে ভিন্ন তথ্য দেয়া হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে রুশ ইউক্রেন যুদ্ধের খবর দাবি করে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। যেখানে দাবি করা হচ্ছে, ইউক্রেনে পরমানু হামলা করেছে রাশিয়া। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুন 'IDesk News 24' নামের একটি ফেসবুক পেজ থেকে এরকম একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ইউক্রেনের বুকে পরমানু হামলা রাশিয়ার | আজকের আন্তর্জাতিক খবর ২২ জুন ২০২৩ গরম খবর।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি ভিত্তিহীন। ভিডিওর শিরোনামে ইউক্রেনে রাশিয়ার পরমানু হামলার তথ্য দেয়া হলেও বিষয়বস্তুতে এরকম কোনো ঘটনার উল্লেখ নেই।
সংবাদের আদলে তৈরি ভিডিওর শুরুতেই বিচ্ছিন্ন কিছু শিরোনাম পাঠ করার পর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে, ক্রিমিয়ায় আক্রমন হলে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছে রাশিয়া মর্মে শিরোনামে একটি খবর পাঠ করতে শোনা যায়। বিস্তারিত অংশে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সেনারা ক্রিমিয়ায় হামলা করলে কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে’ সরাসরি হামলা চালানোর হুমকির কথা উল্লেখ করা হয় ফেসবুক পোস্টটির ভিডিওটিতে। তবে শুরুর অংশটি বাদে অন্য কোথাও পরমাণু হামলার প্রসঙ্গে কিছুই বলা হয়নি। সার্চ করার পর, মূলধারার সংবাদমাধ্যম দেশ রূপান্তর অনলাইন সংস্করণে ২২ জুন প্রকাশিত "ক্রিমিয়ায় কিছু হলে কঠোর ব্যবস্থার হুমকি রাশিয়ার" একটি খবর খুঁজে পাওয়া যায়, যার বিষয়বস্তু আলোচ্য ফেসবুক পোস্টটির সাথে সাদৃশ্যপূর্ণ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সেও "Russia warns Ukraine against striking Crimea with U.S., British missiles" শিরোনামে কাছাকাছি বিবরণের একটি খবর প্রকাশিত হতে দেখা যায় গত ২০ জুন। কিন্তু উল্লেখিত কোনো সংবাদেই পারমাণবিক হামলা সংক্রান্ত কোনো তথ্য নেই।
অর্থাৎ আলোচ্য ভিডিওটির শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন এবং বানোয়াট।
সুতরাং চটকদার শিরোনামে ইউক্রেনে রাশিয়ার পরমানু হামলার ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।